Breaking News

বাংলায় ভোট পরবর্তী হিংসায় মুখ্যমন্ত্রীর শপথের দিনই হেস্টিংয়ে অভিনব শপথ নিলেন শুভেন্দু সহ জয়ী বিজেপি প্রার্থীরা!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল সরকার | বুধবার যখন রাজভবনে অনাড়ম্বর অনুষ্ঠানে তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা বন্দোপাধ্যায়, তখনই হেস্টিংয়ে দলীয় কার্যালয়ে বিজেপির নবনির্বাচিত বিধায়করাও শপথগ্রহণ করলেন | তবে এই শপথ, রাজ্যে রাজনৈতিক হিংসা নির্মূল করার উদ্দেশে নেওয়া হল | বিধায়ক হিসেবে নিজেদের দায়িত্ব পালন ও মানুষের পাশে থাকার শপথ নিলেন শুভেন্দু অধিকারীরা | এদিন হেস্টিংসে বিজেপির অফিসে এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির নির্বাচিত প্রতিনিধিরা | প্রথম সারিতে দাঁড়িয়ে শপথ নিলেন নন্দীগ্রামের নির্বাচিত বিজেপি প্রতিনিধি তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জয়লাভ করা প্রার্থী শুভেন্দু অধিকারী, দিনহাটার নিশীথ প্রামাণিক | তাঁদের সবাইকে শপথবাক্য পাঠ করালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ |

মঞ্চে তাঁর পাশে দাঁড়িয়ে শপথবাক্য পাঠ করলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডাও | বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভোটের পরেই রাজ্যের নানা জায়গা থেকে আসছে হিংসার খবর | এই প্রথম রাজ্য বিধানসভায় প্রধান বিরোধী দলের তকমা পেয়েছে বিজেপি | ৭৭ জন বিধায়ক নিয়ে সরকারের উপর বিজেপি চাপ রাখতে পারবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা | সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির নির্বাচিত প্রতিনিধিরা শপথ নেন, বিরোধী দলের প্রতিনিধি হিসাবে তাঁরা তাঁদের দায়িত্ব সততার সঙ্গে পালন করবেন এবং পশ্চিমবঙ্গের স্বার্থ রক্ষায় সর্বদা জাগ্রত থাকবেন| এখন একটাই প্রশ্ন রাজনীতির অন্দরে কে ঘুরে ফিরে হবেন বিরোধী দলনেতা?‌ যদিও পাল্লা ভারী শুভেন্দুর দিকেই |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *