Breaking News

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে নবান্নে পৌঁছেই বীরেন্দ্রকে ডিজি পদে ফেরালেন মমতা, এডিজি আইনশৃঙ্খলায় ফের জাভেদ শামিম!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- তৃতীয়বারের জন্যে প্রশাসনিক দায়িত্বভার হাতে তুলে নিয়েই রাজ্য পুলিশে বড় রদবদল ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | আদর্শ আচরণবিধি জারি হওয়ার পর রাজ্য পুলিসের ডিজি-এডিজি আইনশৃঙ্খলা পদ থেকে বীরেন্দ্র ও জাভেদ শামিমকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন | তাঁদের পুনর্বহাল করলেন মমতা বন্দ্যোপাধ্যায় | তৃতীয়বার শপথ নিয়ে নবান্নে পৌঁছেই এ দিন দুটি উচ্চপর্যায়ের বৈঠক করেন তিনি | প্রথম বৈঠকটি ছিল রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে | দ্বিতীয় বৈঠকটির মূল বিষয় ছিল ভোট পরবর্তী সময় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং প্রশাসনিক রদবদল | এদিনের বৈঠকের পর পুনরায় রাজ্য পুলিশের ডিজি পদে বীরেন্দ্রকে নিয়ে আসেন তিনি | বলেন,”ডিজি হয়েছেন পুরনো ডিজি বীরেন্দ্রর | তাঁর মে মাসে রিটায়ারমেন্ট আছে | সুতরাং কয়েকদিনের জন্য তাঁকে ফিরিয়ে দিলাম | জাভেদ ছিল এডিজি আইনশৃঙ্খলা | তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছে | যিনি ডিজি ছিলেন তাঁকে ফায়ার সার্ভিসের দায়িত্ব দিচ্ছি | আর এডিজি আইনশৃঙ্খলাকে সিভিল ডিফেন্সে পাঠানো হচ্ছে |”এডিজি আইনশৃঙ্খলা পদে ফিরিয়ে আনেন জাভেদ শামিমকে| কমিশনের নিয়োগ করা এডিজি জগমোহনকে সিভিল ডিফেন্স এবং কমিশনের নিয়োজিত পুলিশ ডিজিকে দমকল বিভাগের ডিজি হিসেবে বদলি করেন মমতা | একই সঙ্গে কড়া বার্তা দিয়ে সব জেলার পুলিশ সুপারদের জানান, সব ধরনের ঘটনার অশান্তির ক্ষেত্রে কড়া পদক্ষেপ করতে হবে প্রশাসনকে | ভোট পরবর্তী হিংসার কারণে গত দু’দিন যাবত কাঠগড়ায় উঠেছে রাজ্য প্রশাসন| আজ শপথগ্রহণ অনুষ্ঠানের পর মমতাকে নিজেও সে কথা উল্লেখ করেন | এমনকি, কমিশনের পক্ষ থেকে ‘অযোগ্য’ অফিসারদের পদে বসানো নিয়েও সরব হন তিনি | পদে ফিরেই অবশ্য রাজ্য পুলিশে বড় রদবদল ঘটালেন তিনি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *