Breaking News

তিনদিন ধরে নিখোঁজ মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ঝাড়গ্রামের বেলিয়াবেড়ায়

তৃণ্ময় বেরা, ঝাড়গ্রাম:- তিনদিন ধরে নিখোঁজ মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে সোমবার চাঞ্চল্য ছড়াল এলাকায় | ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার পানিফুলিয়া গ্রামে | মৃতা মহিলার পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, গত তিনদিন আগে বাড়ি থেকে বেরিয়ে যান বছর ৬০ এর সালগে টুডু | তারপর থেকে খোঁজাখুঁজি শুরু করেন তাঁর পরিবারের লোকজন,কিন্তু কোনো খোঁজখবর পাননি কেউ | অবশেষে সোমবার সকালে স্থানীয় পুকুরে মৃতার দেহ ভেসে থাকতে দেখা যায় |এ বিষয়ে মৃত মহিলার ছেলে পৃত্থিনাথ টুডু জানিয়েছেন, আজ থেকে তিনদিন আগে বাড়ি থেকে বেরিয়ে যান তার মা সালগে টুডু | অনেক খোঁজাখুঁজি শুরু করলে পাওয়া যায়নি কোনো আত্মীয়স্বজনের বাড়িতেও | আমরা মা প্রচুর মদ্যপান করতেন বলেও অভিযোগ করেন মৃতার ছেলে | সেই মদ্যপ অবস্থায় থাকার কারণেই এই ঘটনা ঘটেছে বলেও দাবি করেন মৃতার ছেলের | খবর পেয়ে ঘটনাস্থলে যায় বেলিয়াবেড়া থানার পুলিশ | পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ঝাড়গ্রাম মর্গে | কি কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল তার তদন্তে নেমে পুলিশ মৃতার ছেলে এবং পরিবারের লোকেদের জিজ্ঞাসাবাদ চালায়|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *