প্রসেনজিৎ ধর, কলকাতা :- শীতলকুচির ঘটনায় কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় বিশেষ তদন্তকারী দল, সিট গঠন করল সিআইডি | চার সদস্যের সিটের নেতৃত্বে রয়েছেন ডিআইজি সিআইডি|প্রসঙ্গত, চতুর্থ দফায় ১০ এপ্রিল ভোট ছিল শীতলকুচিতে| সেখানকার জোড়পাটকির ১২৬ নম্বর বুথে সকালে ব্যাপক গণ্ডগোল হয় | সেই সময় কেন্দ্রীয় বাহিনীর গুলি চালায়, আর তাতে চার জনের মৃত্যু হয় | এই ঘটনার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় সিআইডি তদন্ত করা হবে বলে আশ্বাস দেন| বুধবারই তৃতীয় বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায় | তারপরই শীতলকুচির ঘটনার তদন্তভার সিআইডির হাতে দেন | তদন্তের স্বার্থে গঠিত হয় বিশেষ দল | শীতলকুচির ঘটনায় ইতিমধ্যে সিট গঠন করেছে সিআইডি| ডিআইজি সিআইডি-র নেতৃত্বে চার সদস্যের সিট গঠন করেছে সিআইডি |
আর এই স্পেশাল টিম অর্থাৎ সিট শীতলকুচির ঘটনার তদন্ত করবে, এমনটাই জানা যাচ্ছে | সিট আজ বৃহস্পতিবার তদন্ত শুরু করে | আর তদন্তের শুরুতেই মাথাভাঙা থানার তদন্তকারী অফিসার মলয় বোসকে তলব করেছে সিআইডি নেতৃত্বাধীন সিট|শুধু তাই নয়,ওই থানার আইসি বিশ্বাশ্রয় সরকারকেও আগামী সপ্তাহে তলব করা হবে বলে সিআইডি সূত্রের খবর | জানা যাচ্ছে, কীভাবে এই ঘটনা ঘটল, কেনই বা কেন্দ্রীয় বাহিনীকে গুলি চালাতে হল সমস্ত বিষয়ে তদন্তকারীরা অফিসারের কাছ থেকে সিট জানার চেষ্টা করবে | ঘটনার পরেই মাথাভাঙা থানায় দুটি মামলা হয়| কেন্দ্রীয় বাহিনীর তরফে একটি মামলা দায়ের করা হয়। বুথের বাইরে জড়ো হওয়ার কারণে গুলি চালাতে বাধ্য হয় বাহিনী | এই সংক্রান্ত একটি মামলা দায়ের হয় | পালটা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও গ্রামবাসীরা একটি মামলা দায়ের করা হয়েছে | যেখানে বাহিনীর বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা দায়ের হয়েছে | আপাতত দুটি মামলাকেই যথেষ্ট গুরুত্ব দিচ্ছে সিআইডি | জানা যাচ্ছে, প্রয়োজনে সেই সময় বাহিনীর কর্তব্যরত জওয়ানদেরও তলব করা হতে পারে বলে জানা যাচ্ছে |