বাবলু প্রামাণিক ,দক্ষিণ ২৪ পরগণা :- ভাঙড়ের ভোট পরবর্তী হিংসা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন ভাঙড়ের পরাজিত তৃণমূল প্রার্থী ডা. রেজাউল করিমের | বিধানসভা ভোটে সারা রাজ্য জুড়ে সবুজের ঝড় উঠলেও ভাঙড়ের তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয়লাভ করেন আইএসএফ প্রার্থী নওসাদ সিদ্দিকী | আর তার পর থেকে ভাঙড় জুড়ে বিভিন্ন জায়গায় অশান্তি দানা বাঁধে | কোথাও তৃণমূল কর্মীদের মারধর, বাড়িতে হামলা, এমনকি লুটপাট চালানোরও অভিযোগ উঠেছে আইএসএফ কর্মীদের বিরুদ্ধে | অবশেষে বৃহস্পতিবার মাঠে নামলেন তৃণমূল নেতারা |
বৃহস্পতিবার ভাঙড়ের জয়পুর গ্রামের আক্রান্ত তৃণমূল কর্মীদের বাড়িতে হাজির হন ভাঙড়ের পরাজিত তৃণমূল প্রার্থী ডা.রেজাউল করিম সহ তৃণমূল নেতা আব্দুর রহিম,মিয়াদাদ, মিজানুর আলম, ফিরোজ সাঁপুই সহ অন্যান্ন নেতৃত্ব | যা দেখে কিছুটা আশ্বস্ত বোধ করছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা | এদিন রেজাউল করিম পরিদর্শন শেষে বলেন, ভাঙড়ের কয়েকটি জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে | মুখ্যমন্ত্রীর নির্দেশ মতন আমরা এলাকায় পরিদর্শন করতে এসেছি আবারও আসব | এমনকি তিনি আরও জানান এখান থেকে ফিরে গিয়ে মুখ্যমন্ত্রীকে সবিস্তারে রিপোর্ট দেবেন তাঁরা | প্রসঙ্গত,ভাঙড়ের মতো কেন্দ্রে হার মানতে হয়েছে তৃণমূলকে | একমাত্র এই কেন্দ্র থেকেই বিধানসভায় গিয়েছেন সংযুক্ত মোর্চার কোনও প্রতিনিধি। আইএসএফের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকির ভাই নওশাদ সিদ্দিকি এই কেন্দ্র থেকে জয়লাভ করেছেন | তৃণমূলের ময়নাতদন্তে উঠে এসেছে তৃণমূলের তিনজন প্রভাবশালী নেতার অন্তর্ঘাতের ফলে এই কেন্দ্র হাতছাড়া হয়েছে তৃণমূল কংগ্রেসের। আরাবুল ইসলাম, কাইজার আহমেদ ও শওকত মোল্লার অন্তর্ঘাতের ফলেই এই কেন্দ্র হাতছাড়া হয়েছে বলে মনে করছে তৃণমূল |