Breaking News

‘কৃষক সম্মান নিধির’ টাকা দিক কেন্দ্র, মোদিকে চিঠি মমতার!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- তৃতীয়বার বাংলার মসনদে বসে এবার কৃষকদের সুবিধার্থে পিএম-কিষাণ নিধি প্রকল্পের সুবিধা চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী | বৃহস্পতিবার চিঠিতে পরিসংখ্যান উল্লেখ করে তিনি জানান যে, রাজ্য নাম পাঠানো সত্ত্বেও এখনও বহু কৃষক কেন্দ্রীয় প্রকল্পটির সুবিধা থেকে বঞ্চিত| তৃতীয়বার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেই ফের কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা নিয়ে চাপ বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | দুপুরে সাংবাদিক বৈঠক করে মমতা জানান, কেন্দ্রীয় সরকারের পোর্টালে এখনও পর্যন্ত রাজ্যের ২১.৭৯ লক্ষ চাষি নাম নথিভুক্ত করিয়েছেন | তাদের মধ্যে ১৪.৯১ লক্ষ্য কৃষকের তথ্য যাচাই রাজ্য সরকার করে দিয়েছে | সেই অ্যাকাউন্টগুলিতে কেন্দ্রীয় সরকার টাকা পাঠাতে পারবে | মমতার আবেদন, চাষিদের অ্যাকাউন্টে যেন টাকাগুলো অবিলম্বে পাঠিয়ে দেওয়া হয় |

তিনি আরও বলেন, আমরা ইতিমধ্যেই কৃষকবন্ধু প্রকল্পে চাষিদের অ্যাকাউন্টে ৬০০০ টাকা পাঠিয়ে দিয়েছি | এবার সেটা বাড়িয়ে ১০ হাজার টাকা করে দেওয়া হবে |তৃতীয়বার মমতা ক্ষমতায় আসার পরই মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে একটি চিঠি লেখেন কেন্দ্রের কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর | পশ্চিমবঙ্গে এই প্রকল্প দ্রুত চালু করতে চেয়ে তথ্য যাচাইয়ের প্রক্রিয়া তরান্বিত করতে বলেন তিনি | সেই চিঠি আসার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই রাজ্যে পিএম কিসান নিধি প্রকল্পে ছাড়পত্র দিলেন মমতা| প্রসঙ্গত, বাংলার মতো অবিজেপি রাজ্য কেন্দ্রীয় প্রকল্পগুলির বাস্তবায়নে বাধা দিচ্ছে, এই অভিযোগ বারবার শোনা গিয়েছিল দিল্লির নেতাদের কাছে | আর রাজ্য সরকারের দাবি ছিল, ওই কেন্দ্রীয় প্রকল্পের তুলনায় রাজ্যের স্বাস্থ্যসাথী কিংবা কৃষকবন্ধু প্রকল্প অনেক বেশি উপযোগী | এ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে উঠেছিল ভোটের আগে|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *