বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগণা :- করোনা সংক্রমণের জেরে রাজ্য সরকারের পক্ষ থেকে বৃহস্পতিবার সমস্ত লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে | আর ট্রেন বন্ধ থাকার কারণে রাজ্যের বিভিন্ন প্রান্তে দুর্ভোগের শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা | এমনকি বাস পরিষেবাও ৫০% করে দেওয়া হয়েছে | যার ফলে বৃহস্পতিবার সকাল থেকেই কামালগাজি,বারুইপুরে বাসের জন্য লম্বা লাইনের দৃশ্য দেখা গেল |
অন্যদিনের তুলনায় বাসের সংখ্যা অনেক কম বলে অভিযোগ করেন যাত্রীরা | ফলে বাসের মধ্যেই গাদাগাদি করে যেতে হচ্ছে নিত্যযাত্রীদের | মূলত করোনা প্রকোপ ভয়ঙ্করভাবে বেড়ে যাওয়ায়, মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর মমতা বন্দোপাধ্যায় গতকাল ঘোষণা করেন, পাঁচ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে আগামী ১৪ দিনের জন্য সমস্ত লোকাল ট্রেন বন্ধ থাকবে | ট্রেন বন্ধ থাকার ফলে নিত্যযাত্রীরা ঘন্টার পর ঘন্টা বাসের জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে | এর ফলে অনেকে অসুস্থ হয়ে পড়ছে | তারাপুর বাসের সংখ্যা কম থাকায়, আরও অতিরিক্ত ভিড় হচ্ছে বলে জানিয়েছেন যাত্রীরা | তারা জানিয়েছেন বাসের সংখ্যা যদি আরও বাড়ানো যায় তাহলে এই হয়রানি থেকে অনেকটাই মুক্ত হবে সাধারণ মানুষ | যদিও সাধারণ মানুষের ভোগান্তি হলেও করোনা রুখতে ট্রেন বন্ধ থাকার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তাঁরা |