নিজস্ব সংবাদদাতা :- দক্ষিণ কলকাতায় শুভেন্দুর রোড শো-এ উত্তেজনা দেখা যায় | এদিনের মিছিলে জন সমাগম ছিল চোখে পড়ার মতো | টালিগঞ্জ থেকে শুরু হয় বিজেপির মিছিল | এদিন শান্তিপূর্ণ মিছিল শুরু হলেও মাঝপথে ঘটল বিপত্তি | মিছিল লক্ষ্য করে বহুতল থেকে ইটবৃষ্টির অভিযোগে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা | চারুমার্কেটের সামনে তৃণমূলের পতাকা হাতে বেশ কয়েকজন ইট, ঢিল ছুঁড়তে শুরু করেন বলে অভিযোগ | অভিযোগের তির তৃণমূলের দিকে। তাঁদের হাতে তৃণমূলের পতাকাও ছিল বলে দাবি করছে বিজেপি নেতৃত্ব |
বিক্ষোভকারীদের মুখে ছিল ‘গো ব্যাক মীরজাফর’ স্লোগান | পাবলিক সার্ভিস অফিসের সামনেও উত্তেজনা ছড়ায় |অপরদিক থেকে পাল্টা বিজেপি কর্মীরা আক্রমণ করে বলেও অভিযোগ | চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয় মিছিলে | ঘটনাস্থলে ছিল পুলিশবাহিনী। তাঁরাই গোলমাল নিয়ন্ত্রণ করে পরিস্থিতি সামাল দেন | তবে তৃণমূল সুপ্রিমোর গড় দক্ষিণ কলকাতায় শুভেন্দুর প্রথম র্যালিতে এদিন জন সমাগম হয়েছে | প্রচুর রাস্তার দুধারেও প্রচুর লোককেও মিছিলের জন্য অপেক্ষা করতে দেখা গিয়েছে। শুভেন্দু-দিলীপের গাড়ি যেখান দিয়েই গিয়েছে, সেখানে ফুল ছুঁড়ে অভিবাদন জানিয়েছেন সাধারণ মানুষ | তারপর মিছিল রাসবিহারী মোড়ের দিকে এগিয়ে যায় | এদিনের মিছিলে দেখা মিলেছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, ভারতী ঘোষ, রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরি সহ দলীয় নেতৃত্বদের |