প্রসেনজিৎ ধর, হুগলি :- বিপুল ভোটে জয়লাভ করে তৃতীয়বার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে ঘাসফুল | তৃণমূলের ধারে-কাছে দাঁড়াতে পারেনি কোনও রাজনৈতিক দল এমনকি বিজেপিও | নির্বাচনের আগের দলীয় রাজনীতির শিকার তিনি এমনই অভিযোগ তুলে ঘাসফুল শিবির ত্যাগ করে বিজেপির হাত ধরেছিলেন উত্তরপাড়ার প্রবীর ঘোষাল | কিন্তু এলাকার মানুষ সেটা ভাল ভাবে নেয়নি | অন্তত বিধানসভা ভোটের ফল তারই ইঙ্গিত দিচ্ছে | তবে আগামী দিনে প্রবীর ঘোষাল আবার পুরোনো দল তৃণমূলে ফিরতে চাইছেন বলে সূত্রের খবর| তবে এইবার তাঁর দলে ফেরার কাঁটা তৃণমূলের কোন্নগর কানাইপুর গ্রাম পঞ্চায়েত সভাপতি আচ্ছালাল যাদব | প্রসঙ্গত প্রবীর ঘোষাল বিজেপিতে যোগদানের আগে যখন তৃণমূলে ছিলেন তখনও”আলঙ্কারিকভাবে শুধু বিধায়ক পদ আঁকড়ে বসে রয়েছেন, দলের কোনও কাজ করেন না |”এই কথাও শোনা গেছিল আচ্ছালাল যাদবের গলায় |
আর এখন আচ্ছালাল যাদব প্রবীর ঘোষালের তৃণমূলে আসার বিষয়ে বিরোধিতা করছেন বলে সূত্রের খবর | তবে এখনও বিজেপিতে থাকলেও আমাদের সাংবাদিকের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর এবং তৃণমূল সরকারের ভূয়সী প্রশংসা করলেন উত্তরপাড়ার পরাজিত বিজেপি প্রার্থী প্রবীর ঘোষাল | আশাতীতভাবে মানুষ মমতা বন্দোপাধ্যায়, তাঁর কাজকর্ম এবং তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছে, হারটা আমাদের মেনে নিতে হবে বলেও জানান তিনি | তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের কর্মধারা শুরু করেছেন সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল| শুধু তাই নয়, ২০১৯ এর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এই কাজ হাতে নিয়েছিল,আর আজ তার ফল তৃণমূল কংগ্রেস পেয়েছে |
তার পাশাপাশি ভারতীয় জনতা পার্টির অনেক সাংগঠনিক দুর্বলতা ছিল বলে স্বীকার করে নিলেন প্রবীর ঘোষাল| এদিকে আচ্ছালাল যাদব বলেন গদ্দার প্রবীর ঘোষালের দলে কোনো জায়গা নেই | উনি মানুষের কোনো কাজেই লাগেনি গত পাঁচ বছর তাই মানুষ ওনাকে ছুড়ে ফেলে দিয়েছেন| যদিও প্রবীর ঘোষাল তৃণমূলে যাবেন বলে নিজে কিছুই বলেন নি|