Breaking News

সিঙ্গেল ডোজেই মিলতে পারে করোনা থেকে মুক্তি! পিয়ারলেস হাসপাতালে হবে জনসনের টিকার ক্লিনিক্যাল ট্রায়াল

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যে এবার সিঙ্গল ডোজ ভ্যাকসিনের ট্রায়াল,শুরু হচ্ছে জনসনের টিকার ক্লিনিক্যাল ট্রায়াল | সারা দেশে ৬টি জায়গায় হবে ট্রায়াল | তার মধ্যে কলকাতায় ট্রায়াল হবে পিয়ারলেস হাসপাতালে | ১০০ জন স্বেচ্ছাসেবককে নিয়ে হবে ট্রায়াল | এতদিন কোভিশিল্ড -কোভ্যাকসিনের ট্রায়াল হয়েছে রাজ্যে | তার টিকাকরণও শুরু হয়েছে | স্পুৎনিক ভ্যাকসিনেরও ২টো ডোজ | কেবল মাত্র জনসনের করোনা ভ্যাকসিনেরই একটি ডোজ | দেশে এই প্রথম সিঙ্গল ডোজের করোনা ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল শুরু হতে চলেছে রাজ্যে | পিয়ারলেস হাসপাতালে শুরু হবে সিঙ্গল ডোজ করোনা ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল|

তবে সেটা হতে হতে জুন মাস হয়ে যাবে | এই জুন মাসেই করোনার থার্ড ওয়েভ আছড়ে পড়বে দেশে | এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন গবেষকরা | এমনকী এইমসের ডিরেক্টরও সেই আশঙ্কার কথা শুনিয়েছেন | ইতিমধ্যেই রাজ্যে করোনা সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে | তবে শুধু পশ্চিমবঙ্গে নয় ৬টি জায়গায় হবে জনসনের এই সিঙ্গিল ডোজের করোনার টিকাকরণ| দিল্লি, মুম্বই, আহমেদাবাদ, বেঙ্গালুরু প্রতিটি জায়গায় ১০০ জনের উপর এই করোনা ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল শুরু হবে | বাইরের দেশে ক্লিনিকাল ট্রায়ালে সফল জনসনের এই সিঙ্গল জোড ভ্যাকসিন | ক্লিনিক্যাল ট্রায়ালের সাফল্যের উপর নির্ভর করছে এই টিকাকে ছাড়পত্র হবে কিনা | প্রসঙ্গত,এই প্রথম দেশে সিঙ্গল ডোজ ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল হচ্ছে | প্রায় মাসখানেক আগে সংবাদ সংস্থা রয়টার্সকে জনসনের পক্ষ থেকে জানানো হয়, সিঙ্গল ডোজের ট্রায়াল নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা শুরু হয়েছে | সংস্থার এক আধিকারিক রয়টার্সকে জানিয়েছিলেন, আমরা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথাবার্তা শুরু করেছি| নিয়ামক সংস্থার অনুমোদন পেলেই তা শুরু হবে | পরিচিত নাম জনসন এন্ড জনসন | আমেরিকার সংস্থার এই ভ্যাকসিন ব্যবহারে ইতিমধ্যে ছাড়পত্র দিয়েছে মার্কিন প্রদেশ, ইউরোপিয়ান ইউনিয়ন সহ থাইল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা | মার্কিন প্রদেশের নিয়ামক সংস্থা আগেই জানিয়েছিল জনসনের সিঙ্গল ডোজের টিকা অনেক বেশি সুরক্ষিত এবং ভাইরাস মোকাবিলায় কার্যকরী | মার্কিন মুলুকের ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দাবি করেছে, এই ভ্যাকসিন ৭২ শতাংশ কার্যকরী |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *