Breaking News

তৃতীয়বার বিধানসভার অধ্যক্ষের আসনে বিমান বন্দোপাধ্যায়,ধ্বনি ভোটে অধ্যক্ষ নির্বাচিত বিমান উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন মমতা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-তৃতীয়বারের জন্য বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত হলেন বিমান বন্দ্যোপাধ্যায় | করোনা আবহে মাত্র একদিনের জন্য বিধানসভা খুলেছে আজ | সেখানেই অধ্যক্ষ নির্বাচনের ভোটভুটির কথা ছিল | কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দল অর্থাৎ বিজেপির তরফে কোনও নাম না আসায় এদিন ধ্বনি ভোটে বিমান বাবুর নাম পাশ হয় | এদিনের পরই অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হল অধিবেশন | ফের ২ জুলাই বিধানসভা অধিবেশন শুরু হবে | গত দুদিন ধরেই বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব চলে | আজ প্রথম অধিবেশনেই অধ্যক্ষ নির্বাচনের কাজ ছিল |

কিন্তু গতকাল বিজেপির তরফে জানানো হয় রাজ্যে যে হারে ভোট পরবর্তীয় হিংসায় তাদের কর্মীরা আক্রান্ত হচ্ছেন তাতে করে অনির্দিষ্টকালের জন্য বিধানসভার অধিবেশন বয়কট করছেন | অপরদিকে আসনের নিরিখে বিধানসভার কক্ষে এমনিতেই অধ্যক্ষ নির্বাচনে হারতেই হত বিজেপিকে | তাই একপ্রকার মুখ বাঁচাতেই কোনও নির্বাচনে আসেননি তারা | আজ বিরোধী শূন্য বিধানসভায় পুনরায় অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সকলকে ধন্যবাদ জানান বিমান বন্দ্যোপাধ্যায় | এদিন নির্বাচনে অংশ নেওয়ার জন্য সকাল সকাল বিধানসভায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ প্রায় সব তৃণমূল বিধায়ক | দায়িত্ব নিয়েই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে বলেন,”এই বিধানসভায় সব গোষ্ঠী সব শ্রেণির মানুষের প্রতিনিধি রয়েছেন | তাই সভা বয়কট করা উছিত নয় | বিজেপি প্রতিনিধিদের উদ্দেশে অধ্যক্ষ বলেন, বর্ণময় এই বিধানসভায় সবার অংশ নেওয়া উচিত | অনেক কমিটি তৈরি হবে তাতে বিরোধীদেরও অংশ নিতে হবে |’এদিন বক্তব্য রাখতে গিয়ে বিমান বন্দোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানান|

১৭তম বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রথম বক্তব্যে নাম না করে বিজেপিকে তীব্র আক্রমণ করেন | রাজ্যে হিংসার জন্য কার্যত বিজেপিকে দায়ী করেন | এমনকী টিকা নিয়েও কেন্দ্রের ভূমিকার তীব্র সমালোচনা করেন | এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন “বিধায়কদের কাছে অনুরোধ এলাকা যেন শান্ত থাকে | কেউ দাঙ্গা করতে এলে মানুষকে বোঝাবেন | বারবার বলবেন এটা মিথ্যা | প্রয়োজনে পুলিশের কাছে এফআইআর করবেন |”তিনি আরও বলেন,”রেকর্ড ভোটে জয়ী তৃণমূল | মানুষের সহযোগিতা না পেলে হত না | এটা ইতিহাস | ডবল ইঞ্জিন না ডবল সেঞ্চুরি করে তৃণমূল দেখিয়ে দিয়েছে | মানুষকে ধন্যবাদ জানাই |”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *