Breaking News

আংশিক লকডাউন চলছে,কমেছে যাত্রী, ভাড়া বাড়ানোর জন্য দশ দফা দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বাস মালিক সংগঠনের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ট্রেন বন্ধ, করোনায় রাস্তায় লোক কম, ফাঁকা কিংবা যাত্রীহীন অবস্থায় চালাতে হচ্ছে বেসরকারি বাস | সংখ্যা কমালেও পর্যাপ্ত যাত্রী না থাকায় ডিজেলের দামও তুলতে হিমশিম খাচ্ছেন বাসের মালিকেরা | অন্যদিকে প্রতিদিন হু হু করে বাড়ছে জ্বালানির দাম | তাই আগামীতে রাস্তায় বাস নামাতে পারবেন কিনা তার জন্য সরকারের শরনাপন্ন হয়েছেন একাধিক বাস মালিক সংগঠনের সদস্যরা | করোনা প্রতিরোধ করতে রাজ্যজুড়ে চলছে আংশিক লকডাউন| অধিকাংশ বেসরকারি অফিসে চলছে ‘ওয়ার্ক ফ্রম হোম’ | সরকারি অফিসেও কর্মীসংখ্যা অর্ধেক | যার জেরে বাসের যাত্রী সংখ্যা প্রায় তলানিতে | লোকাল ট্রেন বন্ধ থাকায় সমস্যা আরও বেড়েছে বাসমালিকদের | ট্রেনে করে যে সমস্ত যাত্রীরা শহরতলি থেকে এসে বাসের মাধ্যমে নিজেদের কর্মক্ষেত্রে বা গন্তব্যে যেতেন, সেই যাত্রীদের সংখ্যা অনেকটা কমেছে | তার উপর রাজ্য সরকারের কড়া নির্দেশ কোভিড পরিস্থিতিতে অর্ধেকের বেশি যাত্রী নেওয়া যাবে না | আর তাই জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, যাত্রী শূন্যতা, সব মিলিয়ে গাড়ির চাকা গড়াতে প্রচুর ক্ষতি হচ্ছে বাস মালিকদের | এই মর্মে দশ দফা দাবি জানিয়ে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে একাধিক বাস সংগঠন | যে সংগঠনগুলি চিঠি দিয়েছে তাঁদের দাবি শহর এবং শহরতলির মোট সাড়ে আটশোর বেশি বাস তাঁদের সঙ্গে যুক্ত | তাঁদের মূল দাবি ন্যূনতম বাসভাড়া ১০ টাকা থেকে বাড়িয়ে ১৫ টাকা করা হোক | পরবর্তী স্তরে সেটা ২০ এবং ২৫ টাকা করা হোক | এবারে পরিস্থিতি আরও ভয়ঙ্কর বলে দাবি বাস চালক ও কণ্ডাক্টরদের | তাই ব্যাপারটি গুরুত্বের সঙ্গে দেখার জন্য মুখ্যমন্ত্রীকে আবেদন জানানো হয়েছে বাস সংগঠনের তরফে | যদিও যাত্রীদের অভিযোগ, কোভিড পরিস্থিতিতে এমনিতেই বাসভাড়া অঘোষিতভাবেই অনেকটা বেড়েছে | অনেক রুটেই নির্ধারিত ভাড়ার অনেকটাই বেশি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের | এর উপর বাসভাড়া আরও বাড়লে তাঁদের সমস্যা আরও বাড়বে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *