Breaking News

‘বিজেপিতেই থাকছি,’ জল্পনা উড়িয়ে ট্যুইট করলেন স্বয়ং মুকুল রায়

প্রসেনজিৎ ধর, কলকাতা :- শুক্রবারই বিধানসভায় বিধায়ক হিসাবে শপথগ্রহণ করেছিলেন | বিজেপির পরিষদীয় দলের বৈঠকেও গত কাল দেখা যায়নি গেরুয়া শিবিরের এই জয়ী প্রার্থীকে | এরপর যখন রাজনৈতিক মহল মুকুল রায়কে নিয়ে তৃণমূলে ফেরার জল্পনা উসকে দিয়েছিলেন, মুকুল রায়ের জবাব ছিল, ‘যা বলার পরে বলব’ | তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নিজের অবস্থান জানিয়ে দিলেন ট্যুইট করে লেখেন, ‘বিজেপির সৈনিক হিসাবেই আমার লড়াই জারি থাকবে |’ গত ২৪ ঘণ্টা ধরে রাজনৈতিক মহলে মুকুলকে নিয়ে যে জল্পনা হয়েছে, তার জেরেই সম্ভবত শনিবার নিজেই টুইট করলেন মুকুল রায় |

এদিন তিনি টুইটারে লিখেছেন, ‘রাজ্যে গণতন্ত্র ফিরিয়ে আনতে বিজেপির সৈনিক হয়েই কাজ করব | আমার অনুরোধ সবাই সব জল্পনা বাদ দিন | আমি আমার রাজনৈতিক পথেই স্থির আছি |’মুকুল রায় সাংগঠনিক দায়িত্ব পালনেই স্বাচ্ছন্দ্যবোধ করেছেন বরাবরই | দু’দফায় রাজ্যসভার সাংসদ ছিলেন | কিন্তু শেষ কবে ভোটে দাঁড়িয়েছিলেন মুকুল রায়? ২০০১-র তৃণমূল প্রার্থী হয়েছিলেন জগদ্দল আসনে | সেবার হেরে গিয়েছিলেন তিনি | তারপর এই ২০২১। কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে মুকুল রায়কে প্রার্থী করে বিজেপি | তৃণমূলের তারকা প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়কে হারিয়ে এবার বিধানসভায় চলে এলেন বঙ্গ রাজনীতির ‘চাণক্য’ | মুকুলের টুইট প্রসঙ্গে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন,‘ এটা নতুন করে বলার কিছু নেই | নতুন কোনও কথা নয় | গতকাল থেকে সংবাদমাধ্যমে জল্পনা চলছিল যে, মুকুলবাবু বোধ হয় বিজেপি ছেড়ে তৃণমূলে যেতে পারেন | সেটার যে কোনও ভিত্তি নেই, সেটাই পরিষ্কার হয়ে গেল এবার জল্পনা স্থগিত থাকা উচিত |’এদিকে আবার বিধানসভায় ঢোকার মুখে প্রথমে সুব্রত বক্সীর সঙ্গে চোখাচোখি হল মুকুলের সৌজন্য বিনিময় করলেন দু’জনে প্রাক্তন সতীর্থকে নির্দিষ্ট আসনের দিকে যাওয়ার পথ দেখিয়ে দিলেন সুব্রত | সবমিলিয়ে জল্পনা যখন তুঙ্গে, তখন টুইট করলেন মুকুল রায় নিজেই|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *