প্রসেনজিৎ ধর :- বিধানসভা নির্বাচনে ২৯২ টার মধ্যে মাত্র ৭৭ টি আসন নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে গেরুয়া শিবির | ঘাসফুলের দুর্দান্ত ব্যাটিং ঝড়ে কার্যত বাংলায় উড়ে গেছে বিজেপি | আর ভোটে হারার পর বিজেপির একাধিক নেতা থেকে শুরু করে অভিনেতার কেন্দ্রীয় নিরাপত্তা সিআইএসএফ তুলে নিচ্ছে কেন্দ্র এমনটাই সূত্রের খবর | ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া বা বিভিন্ন জেলার বিজেপি নেতাদের কেন্দ্রীয় নিরাপত্তা অর্থাৎ সিআইএসএফ সুরক্ষা দেওয়া হয়েছিল| কিন্তু ভোটে তাঁদের শোচনীয় পরাজয়ের পর এবার তাঁদের সিআইএসএফ নিরাপত্তা তুলে নিচ্ছে কেন্দ্রীয় সরকার বলে সূত্রের খবর | এই তালিকায় রয়েছে একাধিক হেভিওয়েইট নেতা থেকে শুরু করে তারকা প্রার্থীরাও | এই তালিকায় রয়েছে উত্তরপাড়ার বিজেপি নেতা প্রবীর ঘোষাল, পান্ডবেশ্বরের জিতেন্দ্র তিওয়ারি, হাওড়ার রাজীব বন্দোপাধ্যায়দের মতো নেতারা | শুধু তাই নয় এই তালিকায় রয়েছে তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষ, যশ দাশগুপ্তদের মতো অভিনেতারাও | যদিও এই বিষয় নিয়ে তাঁদের কাছে কোনও তথ্য নেই বলে জানিয়েছেন পরাজিত প্রার্থীরা | যদিও বাংলায় ধরাশায়ীর পর ইতিমধ্যেই ছোট বড় নেতা একে অন্যকে দায়ী করছেন ভোটে এই ফলাফলের জন্য| ভোটের আগে প্রধান রাজনৈতিক শত্রু তৃণমূল কংগ্রেসের ঘর ভেঙে একের পর এক নেতাদের দলে নিয়ে আসা হয়েছে | বাংলার একাধিক পরিচিত সেলিব্রিটি-কে প্রার্থী তালিকায় জায়গা দেওয়া হয়েছে | কিন্তু তাতেও বাংলায় বিজেপির ‘চিঁড়ে’ ভিজলো না।