দেবরীনা মণ্ডল সাহা :- নিজের সাংসদ তহবিল থেকে অর্থ বরাদ্দ করে অক্সিজেন প্লান্ট তৈরির আর্জি জানিয়ে এবার প্রধানমন্ত্রী মোদিকে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী| এর আগে রাজ্যবাসীকে করোনার টিকা দেওয়ার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেন লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী|এবার অক্সিজেন প্লান্ট নিয়ে চিঠি দিলেন অধীরবাবু | এই বিষয়ে শনিবার তিনি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, ‘দু’বছর সাংসদ তহবিলের টাকা বন্ধ | কিন্তু তার আগের বছরের আমার সাংসদ তহবিলের টাকা আছে, যা দিয়ে অনায়াসে অক্সিজেন প্লান্ট-সহ দুটি অ্যাম্বুল্যান্স কেনা যায় | মূলত আমার লোকসভা কেন্দ্রের মানুষের জন্য এই পরিষেবা দেওয়া যেতেই পারে | বহুবার এ নিয়ে চিঠি চালাচলি হয়েছে, কিন্তু এখন এই সংকটে চিঠিচাপাটির সময় নয়, এখন কাজের সময় | আইনত কোনও অসুবিধা তো নেই, তবু এক বছরের বেশি সময় ধরে এতবার বলে যাওয়া সত্ত্বেও আমার নিজের সাংসদ তহবিলের টাকা, আমার অনুমোদন সত্ত্বেও কেন খরচ করা হয়নি? আমি পুরো টাকাটাই কোভিড মহামারীর চিকিৎসার জন্য খরচ করতে চাই |’ করোনা মোকাবিলায় ২০২০ সালেই সাংসদদের একবছরের তহবিলের টাকা ব্যবহার করা হবে বলে জানান প্রধানমন্ত্রী | সেইমতোই চলতি বছর কিংবা তার আগের বছরগুলির সাংসদ তহবিলের বরাদ্দ অর্থ নিজের এলাকায় খরচের জন্য জোরালো দাবি জানিয়ে মোদিকে চিঠি দিয়েছেন অধীরবাবু | এর আগে গত ১ মে মুর্শিদাবাদ জেলার জেলাশাসক শরদ কুমার দ্বিবেদীকে চিঠি লিখে নিজের লোকসভা ক্ষেত্রে একটি অক্সিজেন প্লান্ট স্থাপনের কথা জানিয়েছিলেন অধীর চৌধুরী | পাশাপাশি, গোটা জেলার জন্য অত্যাধুনিক ভেন্টিলেটর-যুক্ত ২টি অ্যাম্বুল্যান্স কেনারও প্রস্তাব দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি | মূলত নিজের সাংসদ তহবিল থেকেই এই খরচের কথা চিঠিতে লেখেন অধীরবাবু | এদিন শুধুমাত্র প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার ব্যাপারে নয়, আরও একাধিক প্রশ্ন কেন্দ্রের দিকে ছোঁড়েন অধীর রঞ্জন চৌধুরী | তিনি জিজ্ঞাসা করেন, ‘ভ্যাকসিনের জন্য বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা কোথায় গেল? এখন কোভিড মহামারীর সময় বিলাসবহুল সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে ২০ হাজার কোটি টাকা খরচের কি খুব প্রয়োজন আছে? এই মহামারীতে পশ্চিমবঙ্গকে পর্যাপ্ত ভ্যাকসিন যাতে দেওয়া হয়, তার জন্য কেন্দ্রের কাছে জোরাল দাবি জানাচ্ছে কংগ্রেস | করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গের সরকারকে যাতে উদারহস্তে সহযোগিতা করা হয়, সেই দাবিতে প্রধানমন্ত্রীকে আবারও চিঠি দিলাম একজন জনপ্রতিনিধি হিসেবে |’