Breaking News

করোনা মোকাবিলায় উদ্যোগী ইস্কো কর্তৃপক্ষ!পশ্চিম বর্ধমানের ইস্কো কারখানা সংলগ্ন একটি স্কুলে তৈরি হচ্ছে কোভিড হাসপাতাল,প্রথমে তাতে ২০০-২৫০ বেড থাকবে

সৌমিত্র গাঙ্গুলি, আসানসোল :- ভোটের পর এবার কোভিডের দ্বিতীয় ঢেউ মোকাবেলার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে পশ্চিম বর্ধমান জেলা কর্তৃপক্ষ ইস্কো কর্তৃপক্ষের সহযোগিতায় ও এক বেসরকারি হাসপাতালকে সঙ্গে নিয়ে একটি কোভিড হাসপাতাল বানানোর উদ্যোগ ইস্কোর | ইস্কো কারখানা সংলগ্ন ইস্কোর ছোট্ট দিঘারি শিক্ষা নিকেতন স্কুলকে নিয়ে হচ্ছে এই কোভিড হাসপাতাল|প্রথমে সেটিতে ২০০-২৫০ বেডের একটি কোভিড হাসপাতাল তৈরি করা হবে বলে জানানো হয়েছে | তারই পরিপ্রেক্ষিতে উপস্থিত ছিলেন সদ্য আসা নতুন জেলাশাসক ভিগু গোয়েল, ইস্কোর ইডিজিএম সহ অন্যান্য আধিকারিকরা এছাড়া বেসরকারি হাসপাতালে আধিকারিকরাও ছিলেন | এখানে হাসপাতালটি করার প্রধান উদ্দেশ্য ইসকো অক্সিজেন প্লান্টের পার্শ্ববর্তী এলাকায় এই স্কুলটি | যার সাহায্যে এখানে পাইপলাইনের সাহায্যে অক্সিজেন নিয়ে আসা হবে এবং প্রয়োজন মত ব্যবহার করা হবে | সিএমওএইচ এর তত্ত্বাবধানে এই হাসপাতাল তৈরি করা হচ্ছে| যেটিকে ৭ থেকে ১০ দিনের মধ্যে চালু করা হবে| মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এই হসপিটালে করা হচ্ছে এবং প্রথম ধাপে অল্প বেড নিয়ে শুরু হলেও পরবর্তীকালে এটিকে আরও ভালোভাবে করা হবে বলে জানালেন জেলাশাসক |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *