দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যে এল ১ লক্ষ কোভ্যাক্সিনের ডোজ | রবিবার সকাল ৮টা নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছয় বরাতের অর্ধেকেরও কম টিকার ডোজ| বাগবাজার সেন্ট্রাল স্টোরে নিয়ে যাওয়া হয়েছে সেগুলি |তৃতীয়বার তৃণমূল সরকার গঠনের পরেই কোভ্যাক্সিন ও কোভিশিল্ড মিলিয়ে মোট ৩ লক্ষ ৬৬ হাজার ডোজের বরাত দিয়েছিল রাজ্য সরকার | সরকারি হোক বা বেসরকারি, কোনও হাসপাতালেই পর্যাপ্ত পরিমাণে মিলছে না টিকার ডোজ | কলকাতার প্রথম সারির সরকারি হাসপাতালগুলিতে রীতিমতো নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে,অমিল টিকা | অনেক হাসপাতালে আবার টিকা থাকলেও প্রথম ডোজ দেওয়া হচ্ছে না | এমন পরিস্থিতিতে রাজ্যে পর্যাপ্ত টিকার ডোজ পাঠাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় | ভোটপ্রক্রিয়া শুরুর অনেক আগে থেকেই কেন্দ্রের কাছে মুখ্যমন্ত্রী আবেদন করে আসছেন, রাজ্যের সমস্ত নাগরিককে বিনামূল্যে টিকা দেওয়া নিশ্চিত করতে | তবে সরকারে ফিরতেই নতুন করে কোভ্যাক্সিন ও কোভিশিল্ড মিলিয়ে মোট ৩ লক্ষ ৬৬ হাজার ডোজের বরাত দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| রবিবার তার মধ্যেই কোভ্যাক্সিনের ১ লক্ষ ডোজ এল রাজ্যে | বাগবাজার সেন্ট্রাল স্টোর থেকে সেগুলি রাজ্যের সমস্ত রাজ্যে বণ্টন করা হবে | শনিবার স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, একদিনে মৃত্যু হয়েছে ১২৭ জনের | আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছুঁইছুঁই | সংক্রমণে পাল্লা দিচ্ছে কলকাতা ও উত্তর ২৪ পরগণা | দুই জেলায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩ হাজার ৯৮৩ ও ৩ হাজার ৯৮৮ | তবে ভ্যাকসিন সঙ্কটের মধ্যেই এই ১ লক্ষ কোভ্যাক্সিনের ডোজ কিছুটা হলেও সুরাহা মিলবে বলে জানাচ্ছেন চিকিৎসক মহল|