Breaking News

সন্ধ্যার পরও বাজার বন্ধ করতে এবার অভিযানে ধূপগুড়ি থানার পুলিশ,এক রাতের অভিযানেই গ্রেফতার ৯ জন!

নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়ি :- সন্ধ্যায় বাজার খুলে রাখার সময়সীমা বেঁধে দিয়েছে প্রশাসন | কিন্তু বাস্তবে অনেকক্ষেত্রেই দেখা যাচ্ছে নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও খোলা থাকছে দোকানপাট|এবার তা রুখতেই কড়া পদক্ষেপ প্রশাসনের | রাতের বাজার বন্ধ করতে এবার অভিযানে নামল ধূপগুড়ি থানার পুলিশ | শনিবার রাতে সরকারের দেওয়া নির্দিষ্ট সময়ের পরেও বাজার খোলা রাখার অভিযোগে ৯ জন ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে ধূপগুড়ি থানার পুলিশ | জানা গেছে,শনিবার রাত ৮ টা নাগাদ বাজারে অভিযানে নামেন ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা ও অনান্য পুলিশ আধিকারিকরা | শহরের বিভিন্ন বাজারে অভিযান চালানো হয় | অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই অতিমারি পরিস্থিতিতেও মানুষ যথাযথ স্বাস্থ্যবিধি মানছে না | কোভিড বিধিও মানছেন না একটা অংশের ব্যবসায়ী। শনিবার ধূপগুড়ি পুর এলাকায় নতুন করে ২৫ জন করোনা আক্রান্ত হয়েছেন | জেলায় আক্রান্ত হয়েছেন ২৭৪ জন | জেলা জুড়ে পরিস্থিতি আরও ভয়ঙ্কর |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *