প্রসেনজিৎ ধর, কলকাতা :-করোনা সঙ্কটকালে ফের প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | সংকটজনক পরিস্থতিতে করোনা চিকিৎসায় ব্যবহৃত দেশি ও বিদেশি ওষুধ এবং চিকিৎসা সামগ্রীর উপর থেকে জিএসটি ও আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী | মমতার তরফে মোদিকে লেখা চিঠিতে উল্লেখ,’সরকারের পাশাপাশি বহু বেসরকারি সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন, এজেন্সি এবং বহু ব্যক্তিও চিকিৎসা সামগ্রী কেনা বা সরবরাহ করার ব্যাপারে সরকারকে সাহায্য করছে| তাদের দাবি, করোনার চিকিৎসায় ওষুধ এবং চিকিৎসাসামগ্রী থেকে জিএসটি প্রত্যাহার করা হোক | এছাড়াও প্রত্যাহার হোক আইসিইউ তৈরির সরঞ্জাম, বাইপ্যাক মেশিন, অক্সিজেন কনসেন্ট্রেটর, সিলিন্ডারের মতো সামগ্রীর উপর আমদানি শুল্কও | জিএসটির হার নির্ধারণের বিষয়টি যেহেতু কেন্দ্রের আওতাধীনে তাই অনুরোধ থাকবে যাতে এইসব জীবনদায়ী ওষুধ এবং চিকিৎসা সামগ্রীগুলি থেকে জিএসটি , আমদানি শুল্ক এবং অন্যান্য কর প্রত্যাহার করা হয়|’ করোনা পরিস্থিতিতে জেরবার গোটা দেশ | এই পরিস্থিতিতে ফের একবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় | এই নিয়ে ক্ষমতায় ফিরে এসেই চতুর্থ চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী | এরই সঙ্গে তিনি আগের দেওয়া চিঠি গুলির ব্যাপারে স্মরণ করিয়ে দিয়ে পুনরায় প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, ‘আপনার কাছে আমি এর আগেও অক্সিজেন এবং পর্যাপ্ত ভ্যাকসিন দেওয়ার দাবি জানিয়েছি | আবারও বলছি, রাজ্যের জন্য অক্সিজেন এবং ভ্যাকসিন পাঠান | নাহলে সংকট সৃষ্টি হবে |’রাজনৈতিক মহলের মত প্রধানমন্ত্রী আগেই জানিয়েছিলেন করোনা মোকাবিলায় রাজ্যের পাশে থাকবেন | তাই এবার বারবার চিঠি দিয়ে প্রধানমন্ত্রীকে রাজ্যের করোনা পরিস্থিতির উপর দৃষ্টি আকর্ষণের জন্য নতুন কৌশল সাজিয়েছেন মমতা |