Breaking News

চার্জশিট পেশের পর পামেলা-কাণ্ডে গ্রেফতার আরও এক! উত্তরপ্রদেশ থেকে আলিপুর মাদককাণ্ডে গ্রেফতার পলাতক অমৃত রাজ

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আলিপুর মাদক মামলায় ফের সাফল্য গোয়েন্দা দফতরের | ওই মামলায় এবার গ্রেফতার করা হল পলাতক অমৃত রাজ ওরফে নারায়ণকে | উত্তরপ্রদেশের লখনউ থেকে গ্রেফতার করা হয় তাকে | অমৃত রাজ অন্যতম অভিযুক্ত বিজেপি নেতা রাকেশ সিংয়ের ঘনিষ্ঠ বলে জানা গেছে | পুলিশ সূত্রে খবর, কোকেন-সহ পামেলার গ্রেফতারির পর নেপালে চম্পট দিয়েছিল সে | মাত্র দশদিন আগে দেশে ফিরলেও রাজ্যে আসেনি| বরং উত্তরপ্রদেশের লখনউতে গা ঢাকা দিয়েছিল অমৃত | গ্রেফতারির পর আদালতে পেশ করে দ্রুত ট্রানজিট রিমান্ডে কলকাতা আনার ব্যবস্থা করা হচ্ছে | ঘটনা গত ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখের | গাড়িতে ৭৮ গ্রাম কোকেন-সহ আলিপুরের এনআর অ্যাভিনিউ থেকে ওইদিন গ্রেফতার করা হয়েছিল হুগলি জেলা বিজেপির যুব নেতৃত্বের পর্যবেক্ষক পামেলা গোস্বামীকে | তাঁর সঙ্গে থাকা বন্ধু প্রবীর দে এবং নিরাপত্তারক্ষী সোমনাথ চট্টোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়েছিল | যদিও পামেলার দাবি ছিল, তাঁকে ফাসানো হয়েছে | আঙুল তুলেছিলেন বন্দর এলাকার প্রভাবশালী বিজেপি নেতা রাকেশ সিংয়ের দিকে | প্রকাশ্যে আনেন বেশ কিছু বিস্ফোরক তথ্য | জানান, রাকেশ সিং তাঁকে ভোটে টিকিট দেওয়ার প্রলোভন দেখিয়ে নিউ আলিপুরে ডেকেছিলেন | সেখানে যেতে রাকেশের এক বন্ধু সুযোগ বুঝে তাঁর গাড়িতে কোকেনের প্যাকেট রেখে দেয়| ওই বন্ধুই অমৃত রাজ | এতদিন এই মামলাটি তেমন শোরগোল না পড়লেও ভোটপর্ব মিটতেই ফের তদন্তে গতি এনেছে অফিসাররা | গত ৩ তারিখই চার্জশিট পেশ করেছিল কলকাতা পুলিশের নারকোটিক্স বিভাগ | ধৃতের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের খোঁজ শুরু করে তদন্তকারীরা | প্রায় আড়াইমাসের মাথায় অমৃতকে নাগালে পেলেন তাঁরা|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *