অভিষেক সাহা, মালদহ :- তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে বসেই মমতা বন্দ্যোপাধ্যায় কোভিডের সঙ্গে যে যুদ্ধ ঘোষণা করেছেন তারই পদক্ষেপ হিসাবে তিনি নির্দেশ দিয়েছেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসাতে | গতকাল দেওয়া সেই নির্দেশ ২৪ ঘন্টার মধ্যেই কার্যকর হল | রবিবার সকালে তাই অক্সিজেন্ট প্ল্যান্ট বসানোর তোড়জোড় শুরু হয়ে যেতেই মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জেলার সকলেই | জানা গিয়েছে, মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে যে অক্সিজেন প্ল্যান্ট বসে যাচ্ছে তাতে মূলত তরল অক্সিজেন থাকবে এবং পাইপ লাইনের মাধ্যমে তা রোগীদের বেডে পৌঁছে যাবে | এই তরল লিকুইড অক্সিজেন ১৫দিন অন্তর নিয়ে আসা হবে | মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সাত দিনের মধ্যেই এই প্ল্যান্ট তৈরী হয়ে যাবে | রবিবার এই প্ল্যান্ট নির্মাণের কাজ শুরু হয়ে গেল | অন্যদিকে এদিন থেকেই মালদহ জেলার চারটি জায়গায় তৈরি হচ্ছে কোভিডের চার চারটি নতুন হাসপাতাল | এই হাসপাতালগুলি তৈরি হচ্ছে চাঁচোল, বুলবুলচন্ডী, মিল্কি ও সুজাপুরে | চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালে ১০০ শয্যার হাসপাতাল তৈরি করা হচ্ছে | এছাড়া বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতাল, মিল্কি গ্রামীণ হাসপাতাল ও সুজাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পঞ্চাশটি করে বেডের কোভিড হাসপাতাল তৈরি হচ্ছে | বর্তমানে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে কোভিড রোগীদের চিকিৎসা করা হচ্ছে | এই হাসপাতালে ট্রমা কেয়ার ইউনিটে ২০০ বেডের কোভিড হাসপাতাল রয়েছে | এছাড়াও মডেল মাদ্রাসায় ৭০ বেডের সেফ হোম রয়েছে | পরিস্থিতি মোকাবিলার জন্য আরও আড়াইশোটি বেড বাড়ানো হচ্ছে জেলা জুড়ে |