প্রসেনজিৎ ধর, কলকাতা :- করোনার দ্বিতীয় ঢেউ চলছে দেশজুড়ে| আর এই পরিস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমে সংসদীয় কমিটির বৈঠক করার আর্জি জানিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ও রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুকে চিঠি দিল তৃণমূল |
এমনটাই জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন| সঙ্গে তিনি বলেন, গত বছরই ভার্চুয়াল মাধ্যমে মিটিং আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় | সেই সিদ্ধান্ত তখন গ্রহণ করা হয়নি | এই নিয়ে ডেরেক বলেন, ‘আমরা গত বছরই স্থায়ী কমিটির বৈঠক ভার্চুয়াল মাধ্যমে চালু রাখার কথা বলেছিলাম | এই মর্মে লোকসভার স্পিকার ও রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি দিই | কিন্তু তাতে তখন কর্ণপাত করা হয়নি | এখন কংগ্রেস যখন চাইছে তখন আমাদের আপত্তি নেই| ‘ডেরেকের দাবি, গত অক্টোবরে করোনা সংক্রমণকে সরকার যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না বলে সতর্ক করেছিল সংসদের স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটি | কিন্তু সেই সতর্কবাণীকে কান দেয়নি মোদি সরকার | যার ফলে আজ দেশে সংক্রমণ ভয়াবহ চেহারা নিয়েছে |তিনি লিখেছেন, এর আগেও সংস্লিষ্ট বিষয় নিয়ে দুটি চিঠি পাঠিয়েছে তৃণমূল সংসদীয় দল | কিন্তু তাতে কর্ণপাত করা হয়নি বলে অভিযোগ | ডেরেক লিখেছেন, ‘‘এই নিয়ে তিনবার সংসদীয় কমিটির বৈঠক ভার্চুয়াল প্ল্যাটফর্মে করার লিখিত আবেদন জানাচ্ছি এর আগে ২০২০ সালের জুলাই ও আগস্ট মাসে অধ্যক্ষ ও চেয়ারম্যানকে চিঠি দেওয়া হলেও কোনও লাভ হয়নি | তাই ফের একবার চিঠি দিয়ে সংসদীয় কমিটির বৈঠক চালু করার দাবি করা হয়েছে |” তৃণমূলের তরফে ডেরেক লিখেছেন, ‘গত দু’সপ্তাহ ধরে গড়ে তিন লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন |এমন পরিস্থিতিতে সংসদীয় বৈঠক ভার্চুয়াল মাধ্যমে করা প্রয়োজন’ | এছাড়া কনসালটেটিভ কমিটি ও সিলেক্ট কমিটির বৈঠকও ভার্চুয়াল মাধ্যমে শুরু করার দাবি জানানো হয়েছে ওই চিঠিতে |