দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বাংলায় আক্রান্ত বিজেপি কর্মী-সমর্থকদের পাশে দাঁড়াতে অনলাইনে অর্থ সংগ্রহ শুরু করেছে বিজেপি | লক্ষ্য ১ কোটি টাকার তহবিল | ভোট পরবর্তী হিংসায় যখন জ্বলছে গোটা বাংলা, তখন বিজেপি কর্মী-সমর্থকদের পাশে দাঁড়াতে তহবিল গঠনের পরিকল্পনা করল | ইতিমধ্যে এই তহবিলের জন্য অনলাইনে অর্থ সংগ্রহ করতে শুরু করেছে বিজেপি | এই তহবিল থেকে সাহায্য করা হবে আক্রান্ত কর্মী-সমর্থকদের | ইতিমধ্যেই ৪৫ লক্ষ টাকা তহবিলে জমা পড়েছে বলে সূত্রের খবর | সেইমতো বিজেপির কেন্দ্রীয় নেতা তথা বোলপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় ক্রাউডফান্ডিং অভিযান শুরু করেছেন | এই অভিযানে অনির্বাণের সঙ্গে রয়েছে দিল্লির বিজেপি নেতা কপিল মিশ্রও | মোট এক কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্র রেখেছেন দুই নেতা | আর তাঁদের এই উদ্যোগে নাকি ব্যাপক সাড়া মিলেছে | শনিবার রাত পর্যন্ত ৪৫ লক্ষ টাকা ওই তহবিলে জমা পড়েছে|এবার কর্মীদের কীভাবে ওই টাকা দেওয়া হবে, সে সম্পর্কে নির্দিষ্ট পদ্ধতি জানানো হবে | সেই পদ্ধতি মেনেই টাকা পৌঁছে দেওয়া হবে কর্মীদের হাতে| প্রসঙ্গত, ভোট মিটতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে আসছে | কোথাও বিজেপি, কোথাও তৃণমূল, আবার কোথায় সংযুক্ত মোর্চার কর্মীরাও আক্রান্ত হয়েছেন| এবার সেই ভোট পরবর্তী হিংসাকে হাতিয়ার করে অনলাইনে চাঁদা তোলার কাজ শুরু করল বিজেপি | এদিকে বিজেপির অর্থসংগ্রহ নিয়েও কটাক্ষ করে তৃণমূল নেতৃত্ব | তাঁদের দাবি, ভোটের প্রচারে কয়েক কোটি টাকা খরচ করেছে বিজেপি | যদি তাঁদের কোনও কর্মী ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হন, তাহলে বিজেপি পার্টির ফান্ড থেকে কেন টাকা দিচ্ছে না?