নিজস্ব সংবাদদাতা :-‘হাফ লাখ ভোটে যদি মাননীয়াকে হারাতে না পারি আমি রাজনীতি ছেড়ে দেব’ দক্ষিণ কলকাতার মিছিল শেষে সভায় এমনই বিস্ফোরক শুভেন্দু অধিকারী | এদিন তিনি আরও বলেন, যখন ভোট আসে তখন দিদির নন্দীগ্রামের কথা মনে পড়ে। ৫ বছর অন্তর নন্দীগ্রামে যান | নন্দীগ্রামের মানুষের জন্য কী করেছেন? উত্তর দিতে পারবেন দিদি? এদিন তৃণমূলকে একহাত নিয়ে শুভেন্দু বলেন,আমি তৃণমূলকে দল বলব না, ওটা প্রাইভেট লিমিটেড কোম্পানী | বিহার থেকে টাকা দিয়ে লোক ভাড়া করেছে। বুদ্ধি ধার নিতে প্রশান্ত কিশোরকে এনেছেন।
এদিন শুভেন্দু অভিযোগ করে বলেন,নন্দীগ্রামকাণ্ডে যাঁর নামে সিবিআইয়ের চার্জশিট সেই আজ তৃণমূলে | তাঁর আরও অভিযোগ তৃণমূল নেত্রী বলেছিলেন কলকাতাকে লন্ডন বানাবেন। আমফানের সময় কলকাতার মানুষ তা দেখতে পেয়েছেন| শুধু তাই নয়,অনুমতি নেব না পুলিসের | এর পরের মিছিল গড়িয়া মোড় থেকে হাজরা মোড় থেকে করব, দিলীপ দার সঙ্গে বলেও এদিন মন্তব্য শুভেন্দু অধিকারীর | এদিন দক্ষিণ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক থেকেই মুখ্যমন্ত্রীর পাল্টা জবাব দিলেন শুভেন্দু অধিকারী |