নিজস্ব সংবাতদাতা :- কলকাতায় এলেন প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন। বোনের বিয়ে উপলক্ষ্যে বাবা, মা, ভাই, ভাইয়ের স্ত্রী, দুই মেয়েকে নিয়ে কলকাতায় হাজির হন সুস্মিতা। মুম্বাই থেকে কলকাতা এসে এদিন প্রাক্তন বিশ্ব সুন্দরী সোজা পাড়ি দিলেন কোন্নগরে। সুস্মিতার গোটা পরিবারের সাথে এদিন বিয়ের নেমন্তন্ন ক্ষেতে এসেছেন রোহমান শল। প্রসঙ্গত, কিছুদিন আগেই শোনা গিয়েছিল দুবাই ট্রিপ শেষ করে কলকাতায় আসতে চলেছেন সুস্মিতা আর রোহমান। এক বিয়ের অনুষ্ঠান যোগ দিতেই তাদের কলকাতায় আসা। তবে নেটিজেনদের একাংশর মত এবার হয়তো বিয়ে খেতে এসে সুস্মিতা এবং রোহমান এরা নিজেরাও সাত পাকে ঘুরতে পারেন।
কারণ বেশ কিছুদিন আগেই সুস্মিতার হাতে দেখা গিয়েছিল একটি বড় হিরের আংটি। কিন্তু সেই নিয়ে এই সেলেব যুগল এখনো কোন মন্তব্য করেন নি। বয়েসের তফাত অনেকটাই কিন্তু ভালোবাসায় তাঁরা এক আত্মা এক প্রাণ। প্রায় দু বছর ধরে সম্পর্কে রয়েছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন এবং রহমান শল। তারমাঝেই নিউ ইয়ার উদযাপন করতে রোহমান সহ সেন পরিবার পাড়ি দিয়েছিলেন দুবাইএ। আর ছুটি শেষ করে কলকাতায় আসতেই প্রকাশ্যে এলো প্রাক্তন বিশ্ব সুন্দরীর বাঙালি লুক। এদিন বাঙালি সাজে বিয়ের আসরে হাজির হন সুস্মিতা সেন।