দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বিধানসভার ডেপুটি স্পিকার হচ্ছেন প্রাক্তন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, সোমবার নবান্ন থেকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | এদিন মুখ্যমন্ত্রী নবান্ন থেকেই সাংবাদিক বৈঠকে বিধানসভায় শাসক দলের মুখ্যসচেতক, উপ মুখ্য সচেতকের পাশাপাশি সভার ডেপুটি স্পিকারের নাম ঘোষণা করেন | মুখ্যমন্ত্রী বলেন, ‘বিধানসভার ডেপুটি স্পিকার হচ্ছেন আশিস বন্দ্যোপাধ্যায়। বিধানসভার চিফ হুইপ করা হচ্ছে নির্মল ঘোষকে ও ডেপুটি চিফ হুইপ হচ্ছেন তাপস রায় | স্পিকার অনুমতি দিলে এবং পরিষদীয় আইনের সুযোগ থাকলে বর্ষীয়ান নেতা আব্দুল করিম চৌধুরীকে অতিরিক্ত ডেপুটি স্পিকার করা হতে পারে | এছাড়াও পার্থ ভৌমিক ও অসীমা পাত্র দুজন পরিষদীয় দলের উপ সচিব করা হচ্ছে|’ প্রসঙ্গত, আশিসবাবু বিগত মন্ত্রীসভায় কৃষিমন্ত্রী ছিলেন | কিন্তু এবারে তিনি বাদ পড়েছেন আবার তাপস রায়ও মন্ত্রী ছিলেন, তিনিও বাদ পড়েছেন | এদের দুইজনকেই তাই সম্মাণজনক পুনর্বাসন দিলেন মুখ্যমন্ত্রী | আবার নির্মলবাবু আগেই বিধানসভায় শাসক দলের মুখ্যসচেতক ছিলেন | তাঁকে এবারেও ওই একই পদে রেখে দেওয়া হল। আবার মন্ত্রীত্ব হারানো অসীমা পাত্রকেও সচিব পর্যায়ের পদ দেওয়া হল | পাশাপাশি এদিন কোভিড পরিস্থিতি নিয়েও একাধিক বার্তা দেন মুখ্যমন্ত্রী | নবান্নে এদিন কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি বিজেপিকে নিশানা করেন মমতা বন্দোপাধ্যায় বলেন, “বিশেষ একটি রাজনৈতিক দল ভুয়ো ভিডিও ছড়াচ্ছে| বাংলাকে অশান্ত করার চেষ্টা করে চলেছে। কিন্তু আমি বলছি, বাংলা শান্ত আছে |” এদিন কেন্দ্রীয় প্রতিনিধি দলের রাজ্য সফর নিয়ে মমতা বলেন, “একটা সরকার শপথ নেওয়ার পরের দিনই কেন্দ্রীয় টিম পাঠিয়ে দিল | ন্যূনতম সৌজন্য নেই মুখ্যসচিব ওদের সঙ্গে কথা বলেছেন। করোনা পরিস্থিতিতেও ওঁরা বাড়ি বাড়ি যাচ্ছে | কিন্তু তৃণমূল কর্মীদেরও মৃত্যু হয়েছে তাঁদের বাড়িতেও যায়নি | বামকর্মীদের বাড়িতেও যায়নি | আমি সব মৃতদের জন্য সাহায্য ঘোষণা করেছি |’