প্রসেনজিৎ ধর, কলকাতা :- সব জল্পনার অবসান | সোমবার হেস্টিংসে নব নির্বাচিত বিজেপি বিধায়কদের বৈঠকে ‘দলবদলু’ নেতাকেই বিরোধী দলনেতা হিসেবে বেছে নেন বিজেপি বিধায়করা | বৈঠকে বিজেপি শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ও ভূপেন্দ্র যাদব | দক্ষ সংগঠক ছিলেনই | নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে ধারে ও ভারেও নিজের যোগ্যতা প্রমাণ করেছেন | আর তাই দলও তাই তাঁর উপর আস্থা রাখল| বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচিত হলেন বিজেপির শুভেন্দু অধিকারী | গত কয়েকদিন ধরেই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার দায়িত্ব কে পাবেন, তা নিয়ে বঙ্গ বিজেপিতে টানাপোড়েন চলছিল | রাজ্য রাজনীতিতে চাণক্য হিসেবে পরিচিত মুকুল রায়ের পাশাপাশি নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জিতে আসা ‘দলবদলু’ শুভেন্দু অধিকারীর মধ্যে টক্কর চলছিল | রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ চেয়েছিলেন সঙ্ঘের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত শান্তিপুর থেকে জয়ী জগন্নাথ সরকার কিংবা মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গার পক্ষে কাউকে বিরোধী দলনেতা করা হোক বলে সূত্রের খবর | সূত্রের খবর, দিলীপের সেই প্রস্তাব নাকচ করে দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | গোটা ভোট পর্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে অশ্লীল এবং কদর্য ভাষায় আক্রমণ শানানো শুভেন্দু অধিকারীকেই বিরোধী দলনেতা করার কথা জানিয়ে দেন তাঁরা | সোমবার হেস্টিংসে দলের নির্বাচনী কার্যালয়ে পরিষদীয় দলের নেতা পদে শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করেন মুকুল রায় | তাঁর পরে আরও ২২ জন বিধায়ক মুকুলের প্রস্তাব সমর্থন করেন | বাকি বিধায়করা কোনও নাম প্রস্তাব করেননি | তবে শুভেন্দুর বিরোধিতাও করেননি | ফলে শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে উপস্থিত কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বৈঠকে জানিয়ে দেন, শুবেন্দু অধিকারী শুধু বিজেপি পরিষদীয় দলের নেতা হিসেবেই দায়িত্ব পালন করবেন না, বিরোধী দলনেতারও দায়িত্ব সামলাবেন |
এদিকে বিরোধী দলনেতা নির্বাচিত হওয়ার পর টুইট করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন শুভেন্দু | লেখেন, “বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে দল কর্তৃক মনোনীত হয়ে আমি আপ্লুত | আমার প্রতি বিশ্বাস রাখার জন্য ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে অসংখ্য ধন্যবাদ | বাংলার জনগণের অধিকার ও স্বার্থ রক্ষার্থে আমি দায়বদ্ধ |”তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এদিন কার্যত সংখ্যাগরিষ্ঠ দলীয় বিধায়কের সমর্থন না থাকা সত্বেও যেভাবে শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা হিসেবে চাপিয়ে দেওয়া হল, তা নজিরবিহীন |