Breaking News

বাঁশবেড়িয়া পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যানকে প্রকাশ্যে লক্ষ্য করে গুলি!গুলি বিঁধল শিরদাঁড়ায়,তীব্র চাঞ্চল্য এলাকায়

প্রসেনজিৎ ধর, হুগলি :- রাজ্যে নতুন সরকার গঠন হয়ে যাওয়ার পরও হিংসা অব্যাহত | দিনের আলোয় প্রকাশ্যে তৃণমূল নেতাকে গুলি করে পালায় দুষ্কৃতিরা | প্রকাশ্যেই তৃণমূল নেতাকে গুলি | অভিযোগ ঘিরে চাঞ্চল্য বাঁশবেড়িয়ার বেলতলায় | গুলিবিদ্ধ তৃণমূল নেতা কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন | ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার বাঁশবেড়িয়ার বেলতলায় | মঙ্গলবার সকালে ওই এলাকার পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান আদিত্য নিয়োগী বাজারে গিয়েছিলেন | সেই সময়ই বাজারে তাঁর ওপর হঠাৎই হামলা হয় বলে অভিযোগ| অভিযোগ, কিছুটা দূর থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় কয়েকজন দুষ্কৃতি | বাজারে উপস্থিত লোকজন কিছু বুঝে ওঠার আগেই ওই চত্বর থেকে চম্পট দেয় তারা | রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আদিত্য নিয়োগী | তাঁর পিঠে গুলি লাগে | স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে এলাকার একতি বেসরকারি হাসপাতালে নিয়ে যান | সেখানে প্রাথমিকভাবে তাঁর চিকিৎসা শুরু করা হয় | কিন্তু সময়ের সাথে সাথে তাঁর অবস্থার অবনতি হতে শুরু করলে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে | হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, গুলি লাগার ফলে তাঁর শিরদাঁড়া গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে | হাসপাতালে শয্যাশায়ী অবস্থাতেই আদিত্য নিয়োগী অভিযোগ তুলেছেন বাঁশবেড়িয়ার পুর প্রশাসক অরিজিতা শীলের স্বামী সত্যরঞ্জন শীলের বিরুদ্ধে | আহত আদিত্যবাবু বলেন, “গত ছ’বছর ধরে আমাকে নানা ভাবে কষ্ট দিচ্ছে সত্যরঞ্জন শীল | আমাকে মিথ্যা মামলায় একাধিকবার ফাঁসিয়েছে | তাতেও শান্তি হয়নি | এবার মেরে ফেলার চেষ্টা করছে।|” আক্রান্তের ছেলে বলেছেন, “মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব ঘটনার তদন্তের|” আদিত্যবাবুর দলের একাংশ অভিযোগ করেন, সত্যরঞ্জন শীল এলাকায় তোলাবাজি করায় আদিত্য নিয়োগী বারবার প্রতিবাদ করতেন | সেই ক্ষোভেই এদিন তাঁর ওপর হামলা হয় বলে অভিযোগ | এ প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা অমিত ঘোষ জানান, আদিত্য নিয়োগির নেতৃত্বেই তাঁরা পুরসভার দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন | সেই কারণেই এই হামলা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *