প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্যের আবাসন দফতরের দায়িত্ব নিয়েই পরিযায়ী শ্রমিক বা ঠিকা শ্রমিকদের জন্য বড়সড় ঘোষণা করলেন ফিরহাদ হাকিম | এদিন রাজ্যের নতুন আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন জেলা থেকে কলকাতায় কাজ করতে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য আবাসন তৈরি করে দেবে আবাসন দফতর | এদিন ফিরহাদ হাকিম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ঠিকাদার সংস্থাগুলি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে শ্রমিকদের এনে, রাস্তার ধারে ঝুপড়ি তৈরি করে দেয়, তাঁদের থাকার জন্য | এককথায় অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে হয় ঠিকা শ্রমিকদের| মন্ত্রী জানিয়েছেন, শ্রমিকদের জন্য স্থায়ী আবাসন তৈরি করতে চায় রাজ্য সরকার | সেই আবাসন ঠিকাদার সংস্থাগুলিকে ভাড়া দেওয়া হবে | সেইসব সংস্থাগুলি তাদের অধীনে থাকা শ্রমিকদের সেখানে রাখবে | আর নির্দিষ্ট কাজ শেষ হয়ে গেলে আবাসন সরকারের হাতে তুলে দিতে হবে | এর জন্য অবশ্যই সরকারকে ভাড়া দিতে হবে | অন্যদিকে, শ্রমিকদের সেইসব আবাসন থেকে কর্মস্থলে পৌঁছে দিতে ঠিকাদার সংস্থাকেই ব্যবস্থা নিতে হবে |ফিরহাদ হাকিম আরও জানিয়েছেন, জমি খোঁজার কাজ শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই রেলমন্ত্রক এবং বন্দর কর্তৃপক্ষের কাছে পতিত জমি চেয়ে অনুরোধ জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে |