দেবরীনা মণ্ডল সাহা :- জাতিগত বিদ্বেষমূলক মন্তব্য করার দায়ে এবার শাস্তির মুখে পড়লেন বিশ্ববিখ্যাত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান খড়গপুর আইআইটির এক অধ্যাপিকা | তাঁকে সাসপেন্ড করেছে কর্তৃপক্ষ | পড়ুয়াদের অভিযোগ খতিয়ে দেখার পরই সাসপেন্ডের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার | করোনা সংক্রমণ বাড়তে থাকায় ইতিমধ্যে অনলাইন ক্লাস শুরু করেছে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান | কোভিডের জেরে এই শিক্ষাপ্রতিষ্ঠানের এখন সব ক্লাসই হচ্ছে অনলাইনে। সেই অনলাইন ক্লাসেই সীমা সিংহ নামে ওই অধ্যাপিকা দলিত শ্রেনীর পড়ুয়াদের উদ্দেশ্য করে জাতিগত বিদ্বেষমূলক মন্তব্য করেন | সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে | আর তার জেরেই বিশ্বজুড়ে এই শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় | এর পরেই ঘটনা নিয়ে নড়েচড়ে বসে খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ | জানা গিয়েছে, ঘটনার জেরে আইআইটি কর্তৃপক্ষ ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি করে ঘটনার তদন্ত শুরু করে| সেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ওই অধ্যাপিকার বিরুদ্ধে ওঠা অভিযোগের সারবত্ত্বাও খুঁজে পায় ও সেই রকম রিপোর্টই জমা দেয় আইআইটি কর্তৃপক্ষের কাছে | সেই রিপোর্টের ভিত্তিতেই কর্তৃপক্ষ সীমা সিংহকে সাময়িক ভাবে সাসপেন্ড করে | পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত ওই অধ্যাপিকা সাসপেন্ড থাকবে এমনটাই নির্দেশিকা জারি করেছে আইআইটি কর্তৃপক্ষ | এই বিষয়ে খড়গপুর আইআইটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার তমাল নাথ জানিয়েছেন, ‘আমরা এ ধরনের আচরণ সমর্থন করি না | সব দিক খতিয়ে দেখেই আমরা ওঁকে সাসপেন্ড করেছি | পরবর্তী তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করা হয়েছে | তফশিলি পড়ুয়াদের অবমাননাকর মন্তব্য কখনই মেনে নেওয়া হবে না |’ নিয়মমাফিক এবার তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করবে ওই প্রতিষ্ঠান | সেই তদন্তে তিনি দোষী প্রমাণিত হলে তাঁকে চাকরি থেকে বরখাস্তও করতে পারে কর্তৃপক্ষ |