প্রসেনজিৎ ধর :- বৃহস্পতিবার শীতলকুচি সফরে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল জগদীপ ধনখড় | গোলকগঞ্জে রাজ্যপাল জগদীপ ধনখড়কে দেখানো হল কালো পতাকা | পড়লেন ‘গো ব্যাক স্লোগান’-এর মুখে | শীতলকুচির পর দিনহাটাতেও রাজ্যপালকে ঘিরে গো-ব্যাক স্লোগান | মুহূর্তেই উত্তপ্ত হয়ে উঠল এলাকা | পরিস্থিতি বেলাগাম হওয়ায় দিনহাটার আইসিকে ধমক দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়| রাজ্যপাল জগদীপ ধনকড়কে ঘিরে রীতিমতে স্থানীয় বাসিন্দারা স্লোগান তুলতে থাকেন, ‘বিজেপির রাজ্যপাল গো-ব্যাক, বিজেপির রাজ্যপাল হায় হায়|’
দিনহাটা শহরে বিজেপি নেতার ভাঙা বাড়ি দেখে রাস্তায় ওঠার মুখেই কিছু যুবক রাজ্যপালকে কালো পতাকা দেখান | এরপর গাড়ি থেকে নেমে পড়েন রাজ্যপাল | পুলিশকে ডেকে জানতে চান, ‘এসব কী হচ্ছে|’ দিনহাটার এসডিপিওকে ধমক দেন রাজ্যপালের রোষের মুখে পরে দিনহাটা থানার আইসি স্বয়ং | তাঁকেও ডেকেও রাজ্যপাল জানতে চান, আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন কেন দিনহাটা জুড়ে? এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর জেলা সফরে বাধা দেওয়ার অভিযোগ তোলেন রাজ্যপাল জগদীপ ধনখড় | তাঁর কথায়, অপমানিত, আহত বোধ করছেন তিনি | কোনও চাপের কাছে মাথা নত নয় বলে সাংবাদিকদের সামনে স্পষ্ট করে রাজ্য সরকারকে বার্তা দেন রাজ্যপাল |রাজ্যে হিংসা পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রীর উস্কানিকেই দায়ী করেছেন রাজ্যপাল | তিনি বলেন,‘বাংলা ছাড়াও চার রাজ্যে নির্বাচন হয়েছে | কোথাও কোনও রক্তপাত হয়নি |প্রচারে মুখ্যমন্ত্রীর উস্কানিমূলক মন্তব্যের জেরেই রাজ্যে হিংসা হয়েছে |’ শীতলকুচিতে ভোট-পরবর্তী হিংসার শিকার বিজেপি কর্মী মানিক মৈত্রের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান রাজ্যপাল | কিন্তু বাড়িতে কেউ ছিলেন না | আশেপাশের এলাকার প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন তিনি | প্রতিবেশীরা জানিয়েছেন, সকালেও বাড়ির প্রত্যেককে দেখা গিয়েছিল। আচমকা সবাই কোথায় বেপাত্তা হয়ে গেলেন, তা কেউ ঠাওর করতে পারছেন না | এদিন রাজ্যপালের সঙ্গে ছায়ার মতোই ছিলেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক, মাথাভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মণ এবং তুফানগঞ্জের বিজেপি বিধায়ক তথা বিজেপি-র জেলা সভাপতি মালতী রাভা রায় | মাথাভাঙার বেশ কিছু এলাকা ঘুরে দেখেন তিনি| এলাকায় আক্রান্ত পরিবারের এক মহিলা রাজ্যপালের কাছে বিচার চেয়ে কাঁদতে থাকেন | আরও একজন মহিলাকে রাজ্যপালের পায়ে পড়তেও দেখা যায় | বিপর্যস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল| যেসব এলাকায় ‘ভাঙচুর’, ‘হামলা’ চালানো হয়েছে, তা ঘুরে দেখেন তিনি|