নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- ভয়াবহ আগুনে পুড়ে গেলো আটা কারখানা। সোমবার সন্ধ্যে নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়াতে এগ্রো ইন্ডাস্ট্রি আটা কারখানায় আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় সমগ্র এলাকায়। এই আগুন লাগার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার স্থানীয় বাসিন্দারা। এদিন আগুন লাগার বেশ কিছুক্ষনের মধ্যেই গোটা এলাকায় ব্যাপক চঞ্চল্য শুরু হয়।
পরে স্থানীয় বাসিন্দা এবং কারখানার কর্মচারীদের তৎপরতায় খবর দেওয়া হয় হলদিয়া থানা ও দমকল আধিকারিকদের। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ ও দমকলের ছটি ইঞ্জিন। বহু চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট এর ফলেই আগুন লেগেছে। কিন্তু এই ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন তা এখনো পর্যন্ত জানা যায় নি। ইতিমধ্যেই সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে হলদিয়া থানার পুলিশ।