Breaking News

যুবরাজের কেন্দ্রে গিয়ে যুবরাজের পিসিকে তুলোধনা দাপুটে বিজেপি নেত্রী বৈশাখী ব্যানার্জির

প্রসেনজিৎ ধর :- “ঘরে ঘরে পদ্ম, দিদিমনি জব্দ”, সোমবার বিষ্ণুপুরে জনসভায় হুঁশিয়ারী বৈশাখী বন্দোপাধ্যায়ের | বৈশাখী বন্দ্যোপাধ্যায় এদিন তৃণমূল সুপ্রিমোকে নিশানা করে বলেন, “বিজেপি ওয়াশিং মেশিন হলে তো ভালোই, বিজেপি সমস্ত কালিমাকে ধুয়ে দেবে। ত্যাগীরা বিজেপিতে। লোভি-ভোগীদের পাঠাক আমরা পরিষ্কার করে নেব”|

এদিন তিনি আরও বলেন মোদীজির স্বপ্ন সোনার বাংলা গড়া আর তাকে সার্থক করতে সচেষ্ট বিজেপি | যতই প্রতিরোধ আসুক বিজেপি তা প্রতিহত করবে বলেই এদিন জানান তিনি|এদিন মিছিলে আসার আগে বিজেপির কিছু কর্মী সর্মথক আক্রান্ত হয়েছে বলেও এদিন সভা মঞ্চ থেকে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তোলেন বৈশাখী বন্দোপাধ্যায় | প্রসঙ্গত, বিজেপিতে সক্রিয় হওয়ার পরে এবার শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় টার্গেটে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবার | আর ডায়মন্ড হারবারের বিষ্ণুপুরেই সোমবার জনসভা করলেন শোভন -বৈশাখী |শোভন-বৈশাখী ডায়মন্ড হারবার দিয়ে প্রচার শুরু করলেও রাজনৈতিক মহলের বক্তব্য, ওই এলাকার সব ক’টি বিধানসভাই বিজেপি-র জন্য কঠিন লড়াই |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *