Breaking News

কোভিড চিকিৎসা সামগ্রী নিয়ে কালোবাজারি-প্রতারণা রুখতে হেল্পলাইন নম্বর চালু পুলিশের, চালু মেইল আইডিও!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- করোনাকালে অক্সিজেনের অভাবে রাজ্য জুড়ে রোগীদের হাহাকার | বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের অভাবে রোগীমৃত্যুর ঘটনা বার বার সামনে আসছে | এই পরিস্থিতিতেও এক শ্রেণীর মানুষ অক্সিজেন সিলিণ্ডার নিয়ে কালোবাজারি কারবার চালাচ্ছে | কোভিড পরিস্থিতিতে অক্সিজেন সিলিন্ডারের জালিয়াতি রুখতে এবার কড়া পদক্ষেপ নিল কলকাতা পুলিশ | কোভিড চিকিৎসায় প্রয়োজনীয় সরঞ্জাম ও অক্সিজেন সিলিন্ডার নিয়ে কালোবাজারি রুখতে প্রকাশ করা হল হেল্পলাইন নম্বর| লালবাজার সূত্রে খবর, হেল্পলাইন নম্বরটি হল–৯৮৭৪৯০৯৬৪০|jointcpcrime@kolkatapolice.job.in এই মেল আইডি দেওয়া হয়েছে | যুগ্ম পুলিশ কমিশনারের (‌অপরাধ) মেইল আইডি দেওয়া হয়েছে | যাতে ‌নাগরিকরা এই জিনিস দেখতে পেলে নিজেরাই অভিযোগ জানাতে পারেন | কালোবাজারি ঠেকাতে এই নম্বরে ফোন করে বা মেইল করার পরামর্শ দিচ্ছেন কলকাতা পুলিশের আধিকারিকরা | করোনা গ্রাস করেছে সমগ্র রাজ্যকে | এই পরিস্থিতিতে এক দল মানুষ সাহায্যের নাম করে প্রতারণার ফাঁদ পেতে রয়েছে | সোশ্যাল মিডিয়াতে এমন অনেক নম্বরই ঘুরছে যেখানে ফোন করলে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে | তবে সেই নম্বরগুলিতে ফোন করে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন | রোগীর পরিবার অক্সিজেনের আশায় অনলাইন মাধ্যমে টাকা দিয়েও পাননি অক্সিজেন | যার ফলে রোগীর মৃত্যুও ঘটেছে | গত সপ্তাহে বনগাঁ থেকে এমনই দুই প্রতারকে গ্রেফতার করেছে দিল্লী পুলিশ | জানা যায়, ওই দুই প্রতারক পেশায় মোবাইল ব্যবসায়ী | তারা কয়েক লক্ষ টাকার প্রতারণা করেছে | বৃহস্পতিবারই রেমডিসিভির নিয়ে কালোবাজারি করার জন্য তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ | বাংলাতে এরপরও একাধিক অভিযোগ জমা পড়ে কলকাতা পুলিশের কাছে | আর তাই কালোবাজারি রুখতে সাধারণ মানুষও যাতে সরাসরি অভিযোগ জানাতে পারেন, তার জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে কলকাতা পুলিশ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *