দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রবিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন বালিগঞ্জের ব্যবসায়ী শোভন কুমার বিড়লা | দ্বিতীয় হুগলি সেতুর ২ নম্বর পিলারের কাছে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল গাড়িটিকে | নাকা চেকিংয়ের সময় পুলিশের নজরে পড়ে গাড়িটি | পরে গাড়িতে থাকা কাগজ দেখে জানা যায়, গাড়িমালিকের নাম | গঙ্গায় ঝাঁপ দিয়েছেন ওই ব্যক্তি নাকি তাঁকে অপহরণ করা হয়েছে, তা নিয়ে ধন্দে পুলিশ | ইতিমধ্যেই গঙ্গায় তল্লাশি শুরু করেছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা | শহরের নামী ব্যবসায়ী শোভন কুমার বিড়লা বালিগঞ্জের অভিজাত এলাকার বাসিন্দা | গাড়ির যন্ত্রাংশের ব্যবসা ছিল তাঁর | তাঁর মেয়ে দুবাইতে থাকেন, ছেলে মুম্বইতে কর্মরত | পরিবার সূত্রে জানা গিয়েছে, কিছু দিন আগে তিনি কোভিডে আক্রান্ত হন | বর্তমানে তাঁর স্ত্রীও আক্রান্ত | ৭ দিন আগে রিপোর্ট নেগেটিভ এলেও, ব্যবসায়ীর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেননি | তারই মধ্যে রবিবার ভোর ৫টা নাগাদ গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি বলে জানা গেছে | বাড়ির কাউকেই সেভাবে বিশেষ কিছু জানাননি| সকালে দ্বিতীয় হুগলি সেতুর হাওড়াগামী ২ নম্বর পিলারের কাছে একটি গাড়ি উদ্ধার করে পুলিশ | তদন্তে নেমে গোটা বিষয়টি উঠে আসে| কিন্তু ব্যবসায়ীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না | পুলিশের অনুমান, মানসিক অবসাদের কারণে হয়তো সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দিয়েছেন ওই ব্যক্তি | তবে পরিবারের দাবি, আত্মহত্যা করার মতো মানসিকতা নয় ওই ব্যক্তির | পরিবারের অনুমান, হয়তো অপহরণ করা হয়েছে ওই ব্যক্তিকে | যদিও কোথায় গেলেন ওই ব্যক্তি এ বিষয়ে এখনও সম্পূর্ণ ধোঁয়াশায় পুলিশ | রহস্যভেদ করতে দ্বিতীয় হুগলি সেতু ও সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে| এছাড়া গঙ্গায় তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী | তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, গঙ্গায় কোনও দেহ মেলেনি | অন্যদিকে জানা গিয়েছে, ইতিমধ্যেই উদ্ধার হওয়া গাড়িটি ওই ব্যবসায়ীর পরিবারের হাতে তুলে দিয়েছে হেস্টিংস থানার পুলিশ | ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ |