Breaking News

‘লকডাউন ভেঙে বিক্ষোভ নয়, রাজ্যের বৃহত্তর স্বার্থের কথা মাথায় রাখুন’,তৃণমূল কর্মীদের বার্তা অভিষেকের

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- নারদ কাণ্ডে রাজ্যের দুই মন্ত্রী এবং এক বিধায়ককে গ্রেফতার করেছে সিবিআই | গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ও।দলের তিন নেতা-মন্ত্রীকে গ্রেফতারের পরেই রাজ্যজুড়ে ক্ষোভে ফেটে পড়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা | নিজাম প্যালেস, রাজভবনের পাশাপাশি বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই তৃণমূল কর্মীদের বিক্ষোভ ঘিরে পরিস্থিতি তেতে উঠেছে| বিক্ষোভরত দলের কর্মী-সমর্থকদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন তৃণমূল যুব নেতা তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় |

সোমবার দুপুরে এক টুইটে তিনি দলীয় কর্মীদের উদ্দেশে লিখেছেন, ‘সবার কাছে অনুরোধ জানাচ্ছি, আইনশৃঙ্খলা মেনে চলুন | বাংলা এবং বাংলার মানুষের বৃহত্তম স্বার্থের কথা মাথায় রেখে দয়া করে লকডাউন বিধি ভাঙবেন না | বিচারব্যবস্থার উপরে আমাদের আস্থা রয়েছে এবং আমরা আইনি লড়াইয়ের মাধ্যমেই সব ষড়যন্ত্র ভেস্তে দেব|’

একইসঙ্গে রাজ্যের বিধায়কদের বিধানসভার অধ্যক্ষের অনুমতি ছাড়াই গ্রেফতারি নিয়ে টুইটারে সরব হন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র কেন্দ্রের দ্বারা সিবিআই প্রভাবিত বলে অভিযোগ করেন তিনি | অমিত মিত্র লেখেন, ‘বাংলার দুই মন্ত্রীকে গ্রেফতার করা হল অথচ প্রোটোকল মেনে বিধানসভার অধ্যক্ষের কোনও অনুমতি নেওয়া হল না | বাংলার মানুষ বাতিল করায় এই রাজনৈতিক প্রতিহিংসা |’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *