Breaking News

আদালতই সিদ্ধান্ত নেবে, প্রায় ৬ ঘণ্টা পর নিজাম প্যালেস থেকে বেরিয়ে জানালেন মুখ্যমন্ত্রী!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- প্রায় ৬ ঘণ্টা সিবিআই-এর নিজাম প্যালেসের দফতরে কাটিয়ে অবশেষে সেখান থেকে বেরিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | নারদকাণ্ডে ফিরহাদ হাকিম-সহ সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে এ দিন সকালে গ্রেফতার করে সিবিআই | তারপরই পালটা চাপ তৈরি করতে সোজা সিবিআই দফতরে চলে যান মমতা | শেষে প্রায় ৬ ঘণ্টা সময় কাটিয়ে বেরিয়ে আসনে তিনি | সেখান থেকে বেরিয়ে নবান্নের উদ্দেশ্যে রওনা দেন তিনি | নিজাম প্যালেসে বসেই মন্ত্রিসভার বৈঠকও ফোনের মাধ্যমে তিনি করেন বলে খবর সূত্রের| সোমবার সকালে ফিরহাদ-সুব্রতদের গ্রেফতারির পর নিজাম প্যালেসে নিয়ে যান সিবিআইয়ের আধিকারিকরা |

বেলা প্রায় ১১টা নাগাদ সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | সেখানে নিজাম প্যালেসের ১৪ তলায় সিবিআইয়ের ডিআইজির দফতরের সামনে অবস্থানে বসেন তিনি | তাঁর দাবি ছিল, বেআইনি ভাবে গ্রেফতার করা হয়েছে ফিরহাদ-সুব্রতদের | তাই গ্রেফতার করতে হবে তাঁকেও | প্রায় ৬ ঘণ্টা নিজাম প্যালেসে কাটিয়ে বিকেল ৪.৩০ মিনিট নাগাদ নিজাম প্যালেস থেকে বেরোন তিনি | ততক্ষণে ধৃত তৃণমূলের মন্ত্রীদের আদালতে জামিনের শুনানি শেষ হয়ে গিয়েছে | সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বলেন, ‘যা সিদ্ধান্ত নেওয়ার আদালত নেবে |’ নিজাম প্যালেস থেকে বেরিয়ে সোজা নবান্নে যান মমতা বন্দ্যোপাধ্যায়| তিনি নিজাম প্যালেস থেকে বেরোনোর সময় আরেক প্রস্ত উত্তেজনা ছড়ায় | গাড়িতে বসেই দলীয় কর্মীদের হাত নেড়ে আশ্বস্ত করেন তিনি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *