নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- রাজ্যের দুই মন্ত্রী ও দুই প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতারির ঘটনায় কার্যত উত্তাল রাজ্য রাজনীত | নারদকাণ্ডে এদিনই সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও ফিরহাদ হাকিম, গ্রেফতার হয়েছেন রাজ্যের দুই প্রাক্তনমন্ত্রী মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ও | তবে এদের মধ্যে শোভন এখন আর বিধায়ক নন | এই গ্রেফতারি নিয়েই এখন বিতর্ক ছড়িয়ে পড়ার পাশাপাশি আইনি নানা প্রশ্নও উঠতে শুরু করেছে | এবার সেই বিষয় নিয়েই সিবিআই ও রাজ্যপাল দুইজনকেই কার্যত তুলোধনা করলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় | এদিন তিনি প্রথমেই আক্রমণ শানিয়েছেন সিবিআইকে। সাফ জানিয়েছেন এই চার নেতাকে গ্রেফতারি করার ঘটনা সম্পূর্ণ ভাবে বেআইনি, অগণতান্ত্রিক ও অসাংবিধানিক | তাঁর বক্তব্য, ‘ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়দের যেভাবে গ্রেফতার করা হয়েছে, তা সম্পূর্ণ বেআইনি| কারণ, কলকাতা হাইকোর্ট জানতে চেয়েছিল, কাউকে গ্রেফতার করার ক্ষেত্রে অধ্যক্ষের অনুমতি নেওয়া হয়েছে কিনা | আদালত জানতে চাওয়ায় আমি বলেছিলাম, আমাদের সঙ্গে কোনও যোগাযোগ নেই| আমাদের কাছে এ বিষয়ে সিবিআই কিছু জানতেও চায়নি | কোনও চিঠিও দেয়নি | এই বিষয়ে অবশ্যই আমার অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল | বিধানসভার কোনও সদস্যকে গ্রেফতার করতে হলে সংশ্লিষ্ট অধ্যক্ষের অনুমতি নেওয়া প্রয়োজন | যেমন লোকসভা ও রাজ্যসভার সদস্যদের ক্ষেত্রে যথাক্রমে অধ্যক্ষ ও চেয়ারম্যানের অনুমতি নেওয়া হয় | মাসখানেক ধরে হাইকোর্টে এই মামলার শুনানি চলছিল | আমাদের কাছে যখন জানতে চাওয়া হয়েছিল বিষয়টি নিয়ে, আমরা তখন চিঠি দিয়ে নিজেদের মতামত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলাম | আমাদের কাছে কোনও রকম অনুমোদন বা অনুমতি চাওয়া হয়নি |’ বিমানবাবু আক্রমণ শানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকরের দিকেও | তাঁর সাফ বক্তব্য, ‘হাইকোর্টের যেখানে স্পষ্ট নির্দেশ রয়েছে স্পিকারের অনুমতি নিতে হবে সেখানে রাজ্যপাল কীভাবে এই চার্জশিট পেশের অনুমতি দিলেন? আশ্চর্যের বিষয়, রাজ্যপাল যখন চার্জশিট দেওয়ার অনুমোদন দিলেন, তখন স্পিকার ভেরি মাচ অন হিজ সিট | রাজ্যপাল যেদিন মামলার চার্জশিটে তাঁর অনুমোদন দিলেন তখন কিন্তু আমি স্পিকার পদে কাজকর্ম শুরু করে দিয়েছি | এমন নয় যে, তখন স্পিকারের চেয়ারটি খালি ছিল | এই কাজটা সম্পূর্ণভাবে বেআইনি হয়েছে | আমি জানি না রাজ্যপাল কীসের উদ্দেশ্যে এই বিষয়ে অনুমোদন দিলেন! এ বিষয়ে উনি নিজের মাইন্ড কতটা অ্যাপ্লাই করেছেন, তা নিয়ে আমার সন্দেহ আছে |’নারদকাণ্ডে চার অভিযুক্ত নেতা-মন্ত্রীর বিরুদ্ধে আজই আদালতে চার্জশিট পেশ করবে সিবিআই বলে সূত্রের খবর | পাশাপাশি, এই চারজনকেও আদালতে পেশ করা হবে| নারদকাণ্ডে আরেক অভিযুক্ত সাসপেন্ডেড আইপিএস অফিসার এসএমএইচ মির্জার বিরুদ্ধেও আদালতে চার্জশিট পেশ করবে সিবিআই বলে সূত্রের খবর |