নিজস্ব সংবাদদাতা :- নারদ কাণ্ডে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায় চার নেতাকে গ্রেফতার করে এদিন সকালে নিজাম প্যালেসে সিবিআই দফতরে নিয়ে আসা হয় | তার পর থেকেই উত্তপ্ত নিজাম প্যালেস চত্বর | প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছে নিজাম প্যালেস চত্বর | তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের খণ্ডযুদ্ধ বাধে | তাঁরা ব্যারিকেড ভেঙে নিজাম প্যালেসের ভেতরে ঢোকার চেষ্টা করেন|
তখন নিজাম প্যালেসের ভিতরে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় | এদিন রাজ্যপাল জগদীপ ধনখড় একের পর এক টুইট করে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে | রাজ্যপালের টুইটের পরেই রাজভবনের সামনে জমায়েত হতে শুরু করেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা | রাজভবনের গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিশাল সংখ্যক তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক | রাজভবনের সব গেটের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা| রাজভবনের গেট টোপকে ভেতরে ঢোকার চেষ্টা করতে থাকেন তাঁরা|
এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়|রাজ্যজুড়ে বিক্ষোভে নেমে পড়ে তৃণমূল |এদিন হাওড়ার অঙ্কুরহাটি মোড়ে জাতীয় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল | রাস্তা অবরোধও করা হয় | অবরোধের জেরে কিছুটা যানজট দেখা দেয়। পরে পুলিশ এসে সরিয়ে দেয় অবরোধকারীদের | হুগলি জেলার কোন্নগরে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা | পাশাপাশি জিটি রোড অবরোধও করা হয় | উত্তর ২৪ পরগণার অশোকনগর চৌরঙ্গী মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকরা মদন মিত্রের নির্বাচনী কেন্দ্র কামারহাটিতেও বিটি রোড অবরোধ করেন তৃণমূল কর্মীরা | আসানসোলে তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়ার নেতৃত্বে শহরের সিটি বাস স্ট্যান্ডের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা |গোটা বিষয়টিকেই ‘রাজনৈতিক প্রতিহিংসা’ হিসাবে দেখছে জোড়াফুল শিবির | বিক্ষোভ কর্মসূচি চলে আসানসোলের আশ্রম মোড়-সহ আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে | ঠিক তেমনি দক্ষিণ ২৪ পরগণার সাগরের বিভিন্ন এলাকায় দফায় দফায় বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা | পথ অবরোধ হয় মন্দিরতলার চক ফুলডুবি বাজারেও | দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা | মালদহের চাঁচোলে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা |