নিজস্ব সংবাদদাতা :- সোমবার সকাল থেকেই রাজ্য রাজনীতিতে ঝড় উঠেছে | সাত সকালে নারদ মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের দুই মন্ত্রী সহ হেভিওয়েট চার রাজনৈতিক ব্যক্তিত্ব | সেই গ্রেফতারির বিরোধিতা করে সিবিআই-এর দফতরে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং | অন্যদিকে এদিনই মমতা বন্দোপাধ্যায়ের নামে এফআইআর দায়ের করল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ | দিলীপ ঘোষ দাবি করেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনী চলে গেলে খেলা হবে বলে বারংবার হুঁশিয়ারি দিয়েছেন| ভোটের পর ২ মে তৃণমূল জিতে গেলে একাধিক জায়গায় রাজনৈতিক হিংসার ঘটনা ঘটে | যথেচ্ছভাবে খুন, মারপিট, লুটপাট ইত্যাদি হয় | এমনকি অনেক জায়গায় রাজনৈতিক হিংসার কারণে ধর্ষণ অব্দি হয়েছে | এই সমস্ত ঘটনার দায় শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের | তিনি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করেছেন | জনসভায় গিয়ে কেন্দ্রীয় বাহিনীকে লাঠি, হাতা, খুন্তি ইত্যাদি দিয়ে মারার পরামর্শ দিয়েছেন | তাই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়া হোক |” এই মর্মে বিজেপি রাজ্য সভাপতি আজ মেদিনীপুরের কোতোয়ালি থানায় তৃণমূল সুপ্রিমো বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন| জানা গিয়েছে এফআইআর-এর কপি পাঠানো হয়েছে মেদিনীপুরের ওসি, রাজ্যপাল জগদীপ ধনখড়, রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি, রাজ্যের স্বরাষ্ট্র দফতরের সচিব, জাতীয় মানবাধিকার কমিশনের প্রধান, জাতীয় মহিলা কমিশনের প্রধানকে |