Breaking News

নারদ মামলায় নয়া মোড়,জামিন-রায়ে স্থগিতাদেশ হাইকোর্টের, ছাড়া পাচ্ছেন না ধৃতরা!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- নারদকাণ্ডে প্রতি পরতে নাটকীয় মোড়| সোমবার সকালে গ্রেফতার হওয়ার পরে সন্ধ্যায় সিবিআইয়ের বিশেষ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন ধৃত ফিরহাদ হাকিম-সুব্রত মুখোপাধ্যায়-মদন মিত্র-শোভন চট্টোপাধ্যায়রা | কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হল না | সিবিআই-এর আবেদনের ভিত্তিতে এ দিন নিম্ন আদালতের জামিনের নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট | প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের বেঞ্চ সোমবার রাতে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়ের জামিনের আদেশ খারিজ করে দেন |আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি হবে | তার আগে পর্যন্ত তাঁরা কেউ ছাড়া পাচ্ছেন না |সূত্রের খবর, এই চার হেভিওয়েট নেতাকে প্রেসিডেন্সি কারাগারে রাখা হবে | তাঁরা আদৌ জামিন পাবেন কি না সেটা আগামী বুধবারের আগে কোনও ভাবেই পরিষ্কার হচ্ছে না | এদিন নিজাম প্যালেসের বাইরে যে দৃশ্য দেখা গিয়েছে, সেই বিশৃঙ্খল ছবিকে হাতিয়ার করেই পালটা আবেদন জানানো হয় সিবিআই-এর তরফে। ২০১৭ সালের ঘটনাকে মনে করিয়ে সিবিআই জানায়, প্রতিবারই তদন্ত করতে নামলেই নানা ভাবে বাধার সম্মুখীন হতে হয় তাদের |এভাবে তদন্ত করা সম্ভব নয় | নিম্ন আদালতের রায়ে কোথাও রাজনৈতিক প্রভাব থাকতে পারে এমন আশঙ্কাও করা হয় | এরপরই জামিনের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *