সঞ্জয় কাঁপরি, পূর্ব মেদিনীপুর:-সোমবারই বিরোধীদের চমকে দিয়ে নন্দীগ্রামের জনসভায় নিজেই নন্দীগ্রাম থেকে নির্বাচনে দাঁড়াবেন বলে ঘোষণা করেছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় | আর তারপরেই যেন সাজো সাজো রব গোটা নন্দীগ্রামে | আর তাই মমতার ঘোষণার পরের দিন সকাল থেকেই নন্দীগ্রামে দেওয়াল লিখনের ব্যস্ত হয়ে হয়ে পড়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা |
নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের তিন নম্বর অঞ্চলের কেন্দামারি অঞ্চলের হোসেনপুর এলাকায় তৃণমূল কর্মী সমর্থকরা মঙ্গলবার সকাল থেকেই দেওয়াল লিখনের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন | এদিন স্থানীয় সক্রিয় তৃণমূল কর্মী শামীম আক্তার জানান, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করার পর থেকেই আমরা দেওয়াল লিখনের কাজে ব্যস্ত হয়ে পড়েছি, পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষাধিক ভোটে জেতার জন্য যা যা করণীয় সেই সব কর্মসূচি আমরা পালন করব | এদিন তিনি আরও বলেন নন্দীগ্রাম তৃণমূলের আছে তৃণমূলের থাকবে | প্রসঙ্গত, নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী একুশের নির্বাচনে বিজেপির হয়ে নন্দীগ্রামে দাঁড়াবে কিনা সে বিষয় এখনও স্পষ্ট নয় | তবে আসন্ন নির্বাচনে যে হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে নন্দীগ্রামে তা বলাই বাহুল্য |