সৃজিতা মুখার্জি :- ফের ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়ে রইল গোটা ভারত। ঘুমন্ত শ্রমিকদের উপর চাপা দিয়ে ছুটে গেল বেপরোয়া ট্রাক। আজ মঙ্গলবার ভোরের দিকে গুজরাটের সুরাটের এই ঘটনায় এখনো আতঙ্কিত দেশের আমজনতা।
সূত্রের খবর এই ঘটনায় এখনো পর্যন্ত পনেরো জনের মৃত্যু হয়েছে। আহত আরও বেশ কিছুজন। পুলিশ সূত্রের খবর আজ ভোরের দিকে সুরাটের কোসাম্বায় মুখোমুখি দুই ট্রাকের সংঘর্ষের পরই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহতরা সবাই রাজস্থানের বাঁশওয়াদা জেলার বাসিন্দা। সকলেই পরিযায়ী শ্রমিক, এই শ্রমিকরা একটি ফুটপাতে সারিবন্ধ ভাবে ঘুমাচ্ছিল। আর ভোরের দিকেই এই ভয়ানক ঘটনা ঘটে। ইতিমধ্যেই এই দুর্ঘটনায় আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এই মৃতদের মধ্যে এক শিশুও রয়েছে।