Breaking News

নেতাজির জন্মদিনকে ‘পরাক্রম দিবস’হিসেবে ঘোষণা কেন্দ্রের

দেবরীনা মণ্ডল সাহা :- নেতাজির জন্মদিনটিকে এই বছর থেকে ‘পরাক্রম দিবস’ হিসাবে ঘোষণা করল কেন্দ্রীয় সরকার | প্রতি বছর ওই দিনটি পরাক্রম দিবস হিসাবে পালিত হবে | কেন্দ্রীয় সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের তরফ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি সম্মান জানাতে ও তাঁর দেশের প্রতি দেওয়া আত্মবলিদানকে শ্রদ্ধা জানাতে ভারত সরকার দিনটিকে পরাক্রম দিবস হিসাবে ঘোষণা করল’ |

ইতিমধ্যেই নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপনের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সরকার। বছরভর নেতাজি স্মরণে দেশজুড়ে নানা অনুষ্ঠানের পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের | প্রসঙ্গত, নেতাজিকে শ্রদ্ধা জানাতে তাঁর জন্মদিন ২৩ জানুয়ারিকে জাতীয় ছুটি ঘোষণার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় | গত নভেম্বরে এই দাবিতে মোদীকে চিঠি দিয়েছেন তিনি | আর তারপর‌ই আজ অর্থাৎ মঙ্গলবার জানান হয়, স্বাধীনতা সংগ্রামে নেতাজির অবদানকে স্মরণ করে এবার থেকে তাঁর জন্মদিনকে পরাক্রম দিবস হিসাবে পালন করবে কেন্দ্রীয় সরকার। সামনেই বিধানসভা ভোট | বাংলা দখলে মরিয়া বিজেপি | তবে বাংলায় পদ্মফুল ফোটাতে গেলে বাঙালি মনের আরও কাছে পৌঁছে যাওয়া জরুরি বলেই মনে করছেন গেরুয়া নেতারা | সেই লক্ষ্যেই একের পর এক সিদ্ধান্ত মোদী সরকারের বলে মনে করছে রাজনৈতিক মহল |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *