নিজস্ব সংবাদদাতা, কলকাতা :-নারদকাণ্ডে গ্রেফতার ৪ হেভিওয়েটকে মঙ্গলবারই জেল থেকে বের করে আনতে তৎপরতা শুরু হয় | তাঁদের জামিনের পুনর্বিবেচনার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী অভিষেক মনু সিংভি এবং সিদ্ধার্থ লুথরা | কিন্তু কোনও লাভ হয়নি তাতে | মঙ্গলবার চার নেতার জামিনের পুনর্বিবেচনার আর্জি গ্রহণ করলেও সেই আবেদনের শুনানি হল না | বদলে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল বুধবার সিবিআইয়ের আবেদনের সঙ্গে এই আবেদনের শুনানি হবে | সোমবার রাতে নারদকাণ্ডে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের জামিনের ওপর স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট | সঙ্গে জানিয়ে দেয়, মামলার পরবর্তী শুনানি হবে বুধবার | যার ফলে নিম্ন আদালতে জামিন পেলেও রাতে জেলে যেতে হয় ৪ নেতামন্ত্রীকে | সোমবার রাতের রায় পুনর্বিবেচনার আবেদন নিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ জিন্দালের দ্বারস্থ হন অভিযুক্তদের আইনজীবী অভিষেক মনু সিংভি| তাঁর দাবি, ছিল স্থগিতাদেশের আবেদন পুনর্বিবেচনা করুক আদালত| অভিযুক্তদের তরফে জানানো হয়, সোমবার রাতের শুনানির সময় তাদের তরফে কোনও প্রতিনিধিত্ব ছিল না | ফলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি তাঁরা | তবে অভিযুক্ত চার নেতার আবেদনকে গুরুত্ব দিল না হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ | আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আদালতের পূর্ববর্তী নির্দেশ মতো বুধবারই ফের মামলার শুনানি হবে |