বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগণা :- ফের প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীসংঘর্ষ | ক্যানিংয়ে তৃণমূলের গোষ্ঠী বিবাদের জেরে গুলিবিদ্ধ এক বলে অভিযোগ | আহতের নাম সন্তু মণ্ডল,ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের গড়খালি গ্রামে | ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ | মঙ্গলবার সকালে ওই সংঘর্ষ ঘটেছে ক্যানিংয়ের গড়খালি এলাকায় | স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বলাই, ভুতো এবং রহমান নামে এলাকার যুব তৃণমূল কর্মীরা গড়খালি এলাকায় হামলা চালায়| অভিযোগ, ওই এলাকার পুরনো তৃণমূল কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় |কয়েক জনকে মারধর করা হয় বলেও অভিযোগ| কয়েকটি বাড়িও ভাঙচুর করা হয় | স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হামলা চলাকালীন বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন শিন্টু মণ্ডল নামে এক তৃণমূল কর্মী |
তাঁকে লক্ষ্য করেও গুলি চালায় দুষ্কৃতীরা | সিন্টুর মাথা এবং ঘাড়ে গুলি লাগে বলে অভিযোগ | স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান | সেখানেই চিকিৎসাধীন সিন্টু | সিন্টুর বাবা গণেশ মণ্ডল বলেন, ‘‘ছেলে সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজছিল | সেই সময় ওরা গুলি করে | অনেক লোক এসেছিল | বোমা, গুলি ছুড়েছে |’’ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশবাহিনী। সংঘর্ষের জেরে গোটা গ্রাম এখন থমথমে | এলাকায় টহলদারি চালায় পুলিশ | এ ব্যাপারে যোগাযোগ করা হয় ক্যানিং পশ্চিম বিধানসভার তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের সঙ্গে | তবে এ নিয়ে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি | এই ঘটনায় ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে | অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ | তবে স্থানীয় সূত্রে খবর ঘটনার পর থেকে কার্যত এলাকাছাড়া দুষ্কৃতীরা | পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে |