প্রসেনজিৎ ধর, হুগলি :- রাজ্যে বেলাগাম করোনা | এবার করোনা মোকাবিলায় উত্তরপাড়া রাজা প্যারি মোহন কলেজেও এবার সেফ হোম চালু করতে চলেছে হুগলি জেলা প্রশাসন | বিধায়ক কাঞ্চন মল্লিকের উদ্যোগেএ বার নিরাপদ নিভৃতবাস তৈরি হতে চলেছে | টুইট করে এ খবর জানালেন উত্তরপাড়ার নবনির্বাচিত বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক| জেলা প্রশাসনিক স্তরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি| তবে কবে থেকে এই পরিষেবা পাবেন আইসোলেশনে থাকা রোগীরা, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি| তবে টুইট বার্তায় আশ্বস্ত করা হয়েছে, খুব দ্রুত এই পরিষেবা পৌঁছে যাবে কোভিড আক্রান্তদের কাছে |মঙ্গলবার, জেলা প্রশাসনের তরফ থেকে মহকুমা শাসক,স্বাস্থ্য আধিকারিক উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক রাজা প্যারিমোহন কলেজে গিয়ে পরিকাঠামো ঘুরে দেখেন |
মোট ২০ টি শয্যার এই সেফ হোমের মধ্যে ১০টি পুরুষ ও ১০টি বেড মহিলাদের জন্য বরাদ্দ রাখা হবে | সেফ হোমে সব সময়ের জন্য থাকবেন চিকিৎসক ও নার্স | থাকছে ওষুধ ও অক্সিজেনের ব্যবস্থাও | ২৪ ঘণ্টা বরাদ্দ থাকবে অ্যাম্বুলেন্স পরিষেবাও | করোনায় মৃদু উপসর্গের রোগীদের এখানে রাখা হবে | এছাড়া যে সকল করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে একান্তবাসের সুবিধা নেই, তাঁরাও এই সেফ হোমে থাকতে পারবেন | ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে, সরকারি স্কুলগুলিকেও রূপান্তরিত করা হবে সেফ হোমে | মঙ্গলবারই রাজ্য শিক্ষা দফতর জানিয়েছে, অতিমারির দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত কলকাতা-সহ বিভিন্ন জেলার স্কুলগুলিতে তৈরি হবে নিশ্চিন্ত নিভৃতবাস | এই বিষয়ে উত্তরপাড়ার যুব সভাপতি শুভদীপ মুখার্জি বলেন এলাকার মানুষের সার্থে আমাদের বিধায়ক এই সেভ হোমের ব্যবস্থা করেছে | আমরা দিন রাত উত্তরপাড়া এলাকায় করোনা আক্রান্তদের পাশে দাঁড়িয়েছি| যখন যার যেটা দরকার উত্তরপাড়ার যুব তৃণমূলের কর্মীরা পাশে দাঁড়িয়েছে |