নিজস্ব সংবাদদাতা , হুগলি :- করোনার আরটি-পিসিআর টেস্ট নেগেটিভ বলে মোবাইল ফোনে মেসেজ এলেও হার্ড কপিতে করোনা পজিটিভ, এমনই অভিযোগ উঠল হুগলির হিন্দমোটরে অ্যাপোলো ডায়গোনস্টিক এর বিরুদ্ধে| যদিও অ্যাপোলো ডায়গোনস্টিক এর দাবি ভুলবশত মোবাইল ফোনে ভুল রিপোর্ট গেছে | যদিও তাঁদের দাবি পরে ফোনে সংশোধন মেসেজও পাঠানো হয়েছে | কিন্তু রোগীর পরিবারের দাবি পরে কোনও সংশোধন মেসেজ যায়নি | জানা গেছে, হুগলির হিন্দমোটরের বাসিন্দা ছবি দাসের করোনা উপসর্গ থাকায় গত ১৬ তারিখ তাঁর বাড়িতে এসে করোনার আরটি-পিসিআর টেস্ট স্যাম্পল নিয়ে যায় হুগলির হিন্দমোটরে অ্যাপোলো ডায়গোনস্টিক এর পক্ষ থেকে |
রবিবার ছবি দাসের রিপোর্ট আসে মোবাইলে যাতে দেখা যায় তিনি করোনা নেগেটিভ বলে দাবি তাঁর মেয়ে বিপাশা দাসের | কিন্তু রিপোর্ট নেগেটিভ সত্ত্বেও কাশি এবং শরীরে অস্বস্তি থাকায় মঙ্গলবার রিপোর্ট হাতে পেতে দেখা গেল তিনি কোভিড পজিটিভ | এই নিয়ে রোগীর পরিবার অভিযোগ তুলেছেন এত বড় একটা ডায়গোনস্টিক সেন্টারে কি করে ভুল রিপোর্ট আসে| রোগীর মেয়ের আরও অভিযোগ নেগেটিভ রিপোর্ট আসায় তাঁর মা সবার সাথে মেলামেশা করেছে, এমনকি আইসোলেশনেও থাকেননি |
যদিও অ্যাপোলো ডায়গোনস্টিক এর তরফ থেকে দাবি করা হয়েছে,ভুলবশত মোবাইল ফোনে ভুল রিপোর্ট গেছে | যদিও তাঁদের দাবি পরে ফোনে পরে সংশোধন মেসেজও পাঠানো হয়েছে | কিন্তু রোগীর পরিবারের দাবি পরে কোনও সংশোধন মেসেজ যায়নি| এতে করে বেসরকারি ডায়গোনস্টিক সেন্টারে করোনা টেস্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠল |