Breaking News

পিছিয়ে গেলেও বাতিল নয় মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বাতিল করা হচ্ছে না এ বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা | করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই দুই পরীক্ষার দিন ঘোষণা করা হবে বলে বৃহস্পতিবার জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু | এদিন সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী জানান, এ বিষয়ে সংসদের পরামর্শ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করা হবে | তিনি বলেন, এখনই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছে না |

তবে করোনা মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই পরীক্ষাগুলি নেওয়া হবে | এদিন ব্রাত্যর কথায়, “পরীক্ষা হবেই | তবে সংক্রমণ কমলেই তা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে|”সম্প্রতি সমস্ত সরকারি এবং বেশ কিছু বেসরকারি স্কুলকে কোভিড চিকিৎসার জন্য সেফ হোম হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার | যদিও এতে পড়ুয়াদের জন্য মিড ডে মিল পরিষেবায় কোনও ভাবেই বাধাপ্রাপ্ত হবে না বলে তিনি জানিয়েছেন | পড়ুয়ারা যে পরিমাণ মিড ডে মিল পেত, সেই পরিমাণ মিলই পাওয়া যাবে | সেফ হোমের পাশাপাশি কীভাবে মিড ডে মিল পাওয়া যায় তা পুর্ননবিকরণ করে প্রক্রিয়া নিশ্চিত করা হবে, আশ্বাস ব্রাত্য বসুর | শিক্ষা মন্ত্রী এদিন আরও বলেন, “মুখ্যমন্ত্রী কতগুলো আপতকালীন ব্যবস্থা নিয়েছেন | এবং সংক্রমণের হার কমছে | আমরা আশা করতে পারি সংক্রমণের হার আরও কমবে | আশাবাদী হওয়া ছাড়া এই মুহূর্তে আমাদের কাছে আর কোনও বিকল্প নেই | আশাবাদী হওয়ারও যথেষ্ট কারণ রয়েছে|”চলতি বছর মাধ্যমিক পয়লা জুন থেকে হওয়ার কথা ছিল| আর উচ্চমাধ্যমিক ১৫ জুন থেকে | কিন্তু রাজ্যব্যাপী জারি হওয়া লকডাউন বিধিনিষেধ এবং সংক্রমণের উর্ধমুখী গ্রাফ | এই দুইয়ের জাঁতাকলে স্থগিত করা হয় ঘোষিত সূচি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *