নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- আজ হাইকোর্টে হল না নারদ মামলার শুনানি | আগামিকাল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ফের উঠবে মামলাটি | বৃহস্পতিবার এমনই জানানো হয়েছে হাইকোর্টের তরফে | ফলে আরও একটা রাত জেল হেফাজতেই কাটাতে হবে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়দের | শুনানির জন্য নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে নোটিস দিয়ে এমনটাই জানালেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল | বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চে নারদে গ্রেফতার ৪ অভিযুক্ত নেতা-মন্ত্রীর জামিনের মামলার শুনানি হওয়ার কথা ছিল| বুধবারের পর বৃহস্পতিবারও শুনানি হওয়ার কথা ছিল ওই মামলার | কিন্তু অনিবার্য কারণে আজ বসেনি ডিভিশন বেঞ্চ | ফলে মামলার শুনানি হবে না বলে জানা যায় | অন্যদিকে দ্রুত শুনানি চেয়ে মামলা অন্য বেঞ্চে সরানোর আর্জি জানিয়ে হাইকোর্টের সচিবালয় ও অ্যাডভোকেট জেনারেলকে ই-মেলে চিঠি পাঠান মদন মিত্রের আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য | কিন্তু মদনের আবেদনে সাড়া দেয়নি হাইকোর্ট | আগামিকাল, শুক্রবারই শুনানি হবে বলে জানিয়ে দেওয়া হল | কামারহাটির বিধায়ক এসএসকেএম হাসপাতালে ভর্তি| তাঁর শারীরিক অবস্থার কারণে দ্রুত শুনানি চাওয়া হয়েছিল বলে সূত্রের খবর | নারদকাণ্ডে অভিযুক্ত তৃণমূলের মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র ও প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে সোমবার গ্রেফতার করে সিবিআই | নিম্ন আদালতে জামিন হলেও সেই নির্দেশে রাতেই স্থগিতাদেশ দেয় হাইকোর্ট | সেই থেকে জেলবন্দি ৪ নেতা-মন্ত্রী | শুক্রবার মামলার শুনানি না হলে শনি,রবি জেলেই কাটাতে হতে পারে ফিরহাদদের |